প্রতিভার সত্যিকারের স্বীকৃতি সবসময় মঞ্চ বা ট্রফিতে সীমাবদ্ধ নয়, এই বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। বহু সমালোচক প্রশংসিত চরিত্রে অভিনয় সত্ত্বেও বড় কোনো চলচ্চিত্র পুরস্কার জিততে না পারার প্রশ্নে ইয়ামি খোলাখুলি বলেন, তিনি এখন আর নিজের যোগ্যতা মাপেন না ট্রফির দিক দিয়ে।
তাঁর আগামী ছবি হক মুক্তির আগে ইয়ামি জানান, শিল্পী হিসাবে তার সন্তুষ্টি আসে তার কাজ এবং দর্শকের ভালোবাসা থেকে। “আমি আর কারও কাছ থেকে কোনো স্বীকৃতি চাই না। দর্শকই জানে,” মন্তব্য করেন তিনি।
ইয়ামি এ থার্সডে, আর্টিকেল ৩৭০, এবং বালা ছবিতে শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন এবং বহুবার নামিনেশন পেলেও বড় প্ল্যাটফর্ম যেমন ফিল্মফেয়ার ও আইআইএফএ-এর পুরস্কার কখনও পাননি। এই অভিজ্ঞতাকে তিনি ভগবদ্গীতার দর্শনের সঙ্গে তুলনা করেন এবং বলেন, বাহ্যিক স্বীকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে শান্তি পেয়েছেন।
তার মতে, চলচ্চিত্র শিল্পে প্রকৃত সম্মান আসে দর্শকের ভালোবাসা এবং পরিচালক ও প্রযোজকের বিশ্বাস থেকে। হক ছবিতে, যা শাহ বানো মামলার প্রেক্ষাপট থেকে অনুপ্রাণিত, ইয়ামি আবার প্রমাণ করছেন যে শক্তিশালী গল্প বলাই প্রকৃত স্বীকৃতি।
টিজে/এসএন