জনপ্রিয় সঙ্গীতশিল্পী পৌষালী ব্যানার্জি জানিয়েছেন, তিনি কখনোই অশালীন কথা বা ভুলভাল সুরের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, "'কাঁচা বাদাম' জাতীয় গান গাইতে পারব না কোনও দিন।"
এই বক্তব্যে শিল্পীর নৈতিকতা, সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব এবং ব্যক্তিগত সীমারেখা প্রকাশ পেয়েছে।
পৌষালীর এই বক্তব্য তার সঙ্গীত জীবনের পেশাদারিত্ব এবং নৈতিকতার পরিচায়ক।
এ ধরনের অবস্থান নতুন প্রজন্মের শিল্পীদের জন্যও উদাহরণ হিসেবে কাজ।
আরপি/এসএন