ব্যস্ত বছর পেরিয়ে আসন্ন নারীপ্রধান ছবি দ্য গার্লফ্রেন্ড–এর মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত রাশমিকা মান্দানা। নভেম্বরের ৭ তারিখে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে ভক্তদের সঙ্গে এক অনলাইন আলাপচারিতায় এক মন্তব্যের জবাব দিতে গিয়েই নতুন করে উচ্ছ্বাস ছড়ালেন তিনি।
এক ভক্ত লিখেছিলেন, “যদি রাশমিকা আর প্রভাস একসঙ্গে পর্দায় আসেন, তাহলে আমি থিয়েটারেই মরে যাব।” হাস্যরসের সঙ্গে রাশমিকা জবাব দেন, “আমি এটা ভালোবাসলাম! আশা করি প্রভাস স্যার এই বার্তা দেখবেন, আর আমরা খুব শিগগিরই একসঙ্গে কিছু বিশেষ কাজে যুক্ত হতে পারব।”
রাশমিকার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকে মনে করছেন, হয়তো এভাবেই আবার শুরু হতে পারে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা স্পিরিট–এর গুঞ্জন, যেখানে রাশমিকার নাম একসময় শোনা গিয়েছিল। পরে সেই চরিত্রে যুক্ত হন ত্রিপ্তি দিমরি।
বর্তমানে রাশমিকার হাতে একগুচ্ছ বড় প্রকল্প—ছাভা, সিকান্দার, কুবেরা, থাম্মা, পুষ্পা: দ্য র্যাম্পেজ, অ্যানিম্যাল পার্ক ও ককটেল টু—যা তাকে বলিউড ও দক্ষিণী দুই ইন্ডাস্ট্রিতেই সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেত্রীদের একজনে পরিণত করেছে।
প্রভাসের মতো তারকার সঙ্গে সম্ভাব্য জুটি বাঁধার ইঙ্গিত ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়েছে। অনেকে লিখছেন, “এই জুটি পর্দায় আসলে সত্যিই ঝড় উঠবে।”
এসএন