সঙ্গীতজগতে নিয়মিত অনুশীলন ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্বের কথা আবারও মনে করিয়ে দিলেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বললেন, “একবার যখন কোনও কাজ শুরু হয়, তখন সেটা চলতে থাকে রেলগাড়ির মতো। তাই শুরু হওয়াটা গুরুত্বপূর্ণ। আর সেই শুরুটা ধরে রাখতে দরকার ডিসিপ্লিন।”
ইমনের এই মন্তব্য যেন তরুণ শিল্পীদের জন্য এক মূল্যবান পরামর্শ। দীর্ঘদিনের সংগীতচর্চা, অধ্যবসায় ও আত্মশৃঙ্খলাকেই নিজের সাফল্যের মূল হিসেবে দেখেন তিনি। তাঁর মতে, নিয়মিত অনুশীলনই শিল্পীর সবচেয়ে বড় পুঁজি।
ইমন চক্রবর্তী সাম্প্রতিক সময়ে শুধু বাংলা গানেই নয়, আধুনিক সংগীতধারাতেও নিজের অবস্থান আরও দৃঢ় করছেন। শিল্পের প্রতি এই শৃঙ্খলা ও দায়বদ্ধতাই তাঁকে আলাদা করে তুলে ধরছে।
এমকে/এসএন