বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কানাডার একটি অনুষ্ঠানে দেরিতে মঞ্চে ওঠার ঘটনায় বিতর্ক থামার নাম নিচ্ছে না। দর্শকরা অভিযোগ তুলেছেন যে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর মঞ্চে উপস্থিত হন মাধুরী। এই ঘটনার পর আয়োজকরা দায়িত্ব অভিনেত্রীর দলের উপর চাপিয়ে দিলে দর্শকরা ক্ষোভ প্রকাশ করেন, কিন্তু শেষ পর্যন্ত নায়িকাকেই তার প্রভাব ভোগ করতে হয়।
ঘটনার ঠিক তিন দিন পর মাধুরী সোশ্যাল মিডিয়ায় টরন্টোকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “টরন্টোর থেকে ভালোবাসা পেয়েছি। সেখানে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের পর এবার নিউ জার্সি, শিকাগো ও নিউ ইয়র্ক যাওয়ার পালা।” তবে এই পোস্টকে নেটিজেনরা বিতর্ক চাপা দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন।
অনেক দর্শক মনে করছেন, এই পোস্ট ‘শাক দিয়ে মাছ ঢাকার’ প্রচেষ্টা। দর্শকরা সরাসরি মাধুরীর কাছে কানাডার অনুষ্ঠানকালে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া ‘মিট অ্যান্ড গ্রিট’ শব্দবন্ধনী ব্যবহারে দর্শকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। প্রায় চল্লিশ হাজার টাকার টিকিটে দর্শকরা নাচের অনুষ্ঠান দেখার জন্য গিয়েছিলেন, কোন আলাপচারিতা বা ‘মিট অ্যান্ড গ্রিট’-এর জন্য নয়। তারা অভিযোগ করেছেন যে মাধুরী মিথ্যা প্রচার করছেন।
এই ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। মাধুরীর আন্তর্জাতিক অনুষ্ঠানে দেরি ও বিভ্রান্তিকর পোস্ট তার জনপ্রিয়তা এবং বিশ্বাসযোগ্যতার উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। দর্শকের ক্ষোভ এখনও কমেনি এবং তারা যথাযথ প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন।
এসএন