টলিউডের নবাগত অভিনেত্রী ভাগ্যশ্রী বরসে সামনে পেয়েছেন তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। নভেম্বরেই মুক্তি পাচ্ছে তার অভিনীত দুটি বহুল প্রতীক্ষিত ছবি- কান্তা ও আন্ধ্রা কিং তালুকা। দুই সপ্তাহের ব্যবধানে মুক্তি পেতে যাওয়া এই ছবিদুটি নিয়েই এখন সরগরম দক্ষিণী ইন্ডাস্ট্রি।
ভাগ্যশ্রীর প্রথম আলোচনায় আসেন রবি তেজার বিপরীতে মিস্টার বচ্চন ছবির মাধ্যমে। পরে কিংডম ছবিতে অভিনয় করেও তিনি নজর কাড়েন। তবে বড় বাণিজ্যিক সাফল্য এখনও তার ঝুলিতে আসেনি। সেই অভাব পূরণ হতেই পারে এই নভেম্বর মাসে।
আগামী ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে কান্তা। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন সেলভামণি সেলভারাজ। ছবিতে দুলকার সালমানের বিপরীতে ভগ্যশ্রী অভিনয় করছেন একজন অভিনেত্রীর চরিত্রে যা তার ক্যারিয়ারের সবচেয়ে জটিল ও গভীর চরিত্র বলে মনে করছেন সমালোচকরা।
এর ঠিক দুই সপ্তাহ পর, দর্শকদের সামনে আসছে আন্ধ্রা কিং তালুকা। রাম পোথিনেনি অভিনীত এই ছবিটি এক জনপ্রিয় তারকার ভক্তের গল্প নিয়ে তৈরি, যেখানে ভগ্যশ্রী আছেন এক প্রফুল্ল, প্রাণবন্ত চরিত্রে। ইতোমধ্যেই ছবির গান ও টিজার সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।
দক্ষিণী সিনেমায় নতুন মুখ হিসেবে ভাগ্যশ্রীর এখন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। দুটি ছবির সাফল্যই যদি তার অনুকূলে যায়, তবে তিনি সহজেই টলিউডের এ-লিস্ট অভিনেত্রীদের কাতারে জায়গা করে নিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।