ছেলে আরিয়ান খানের প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এ মিনিট খানেকের উপস্থিতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন শাহরুখ খান। প্রথমবার সিনে দুনিয়ার অংশ হিসেবে পিতা-পুত্রের এমন সমীকরণে দর্শকরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
সেই প্রেক্ষিতেই অনুরাগীদের আবদার, ‘মুফাসা’ কি ভবিষ্যতে ‘সিম্বা’র পূর্ণদৈর্ঘ্যের কোনও সিনেমায় অভিনয় করবেন? সিরিজটি দেখার পর থেকেই আরিয়ান পরিচালিত ছবিতে শাহরুখের অভিনয় দেখার আশায় বুক বেঁধেছেন অনুরাগীরা। সম্প্রতি বাদশাকে এ প্রসঙ্গে প্রশ্নও ছুড়েছিলেন তারা।
এবার ঘনিষ্ঠ সূত্র বলছে, খুব শিগগিরই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে পরিচালক হিসেবে হাতেখড়ি হবার পর এবার পূর্ণদৈর্ঘ্যের সিনেমা পরিচালনায় হাত দিতে চলেছেন আরিয়ান খান। তার জন্যে ইতিমধ্যে কোমর বেঁধে মাঠেও নেমে পড়েছেন শাহরুখপুত্র। তবে বাবাকে পরিচালনা করার আগে পরিচালক হিসেবে আরেকটু পোক্ত হতে চাইছেন আরিয়ান খান।
আর সেই প্রেক্ষিতেই আগে একটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা তৈরি করবেন। তারপর শাহরুখকে নিয়ে নতুন সিনেমার কাজে নামবেন। বাদশা ঘনিষ্ঠই ফাঁস করলেন, আরিয়ান চান নিজের যোগ্যতায় বলিউডে সাফল্য অর্জন করতে। তাই বাবাকে নিয়ে বিগ বাজেট সিনেমা তৈরির ক্ষেত্রে কোনোরকম তাড়াহুড়ো করতে চাইছেন না তিনি।
সূত্রের খবর, আরিয়ান পরিচালিত ছবিতে বাদশাকে দেখতে চাইলে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ সে বছরই অ্যাকশন সিনেমার জন্য জুটি বাঁধবেন পিতা-পুত্র। আপাতত প্রথম পূর্ণদৈর্ঘ্যের সিনেমার জন্য ব্যস্ত বাদশাপুত্র। চিত্রনাট্য চূড়ান্ত। কাস্টিংও নাকি খুব শিগগিরই ঘোষণা করবেন আরিয়ান খান।
টিএম/এসএন