আসন্ন চলচ্চিত্র ‘গ্লোবট্রটার’-এর পরিচালক মুগ্ধ অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনের অভিনয়ে। ছবিটিতে তিনি অভিনয় করছেন নিষ্ঠুর ও ক্ষমতাবান খল চরিত্র ‘খুম্ভা’-র ভূমিকায়, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
শুটিংয়ের প্রথম দৃশ্য ধারণের পরই পরিচালক আবেগভরে পৃথ্বীরাজের কাছে গিয়ে বলেন, “তুমি আমার দেখা অন্যতম সেরা অভিনেতা।” তাঁর মতে, ‘গ্লোবট্রটার’-এর কাজটি ছিল একেবারে সৃজনশীলভাবে তৃপ্তিদায়ক অভিজ্ঞতা, যেখানে পৃথ্বীরাজ চরিত্রে প্রবেশ করেছেন অনায়াস স্বাচ্ছন্দ্যে।
পরিচালক আরও জানান, “পৃথ্বীরাজ যেন চরিত্রের ভেতরে বসেই তা বাঁচিয়েছেন। তিনি যে কতটা গভীরভাবে চরিত্রে মিশে যেতে পারেন, তা দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
দীর্ঘ ক্যারিয়ারে নানা চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন পৃথ্বীরাজ সুকুমারন—নায়ক, প্রতিনায়ক, এমনকি পরিচালক হিসেবেও। এবার ‘খুম্ভা’ চরিত্রে তাঁর তীব্র উপস্থিতি দর্শকদের সামনে তুলে ধরবে এক নতুন রূপ, যা তার বহুমাত্রিক অভিনয়জীবনে আরেকটি সাহসী সংযোজন।
ছবিটির কাজ প্রায় শেষ পর্যায়ে, আর সিনেমাপ্রেমীদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া—‘গ্লোবট্রটার’ হতে যাচ্ছে পৃথ্বীরাজের ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় মাইলফলক।
এসএন