বলিউডের অনবদ্য অভিনেতা অমিতাভ বচ্চন- তার কণ্ঠ, উপস্থিতি ও সততা বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এমন এক মর্মস্পর্শী চিন্তা ভাগ করেছেন, যা অবস্থা যে কোনো কঠিন হলে কীভাবে আচরণ করা উচিত তার সহজ অথচ গভীর পাঠ বলে দেয়। তিনি লিখেছেন, ‘খারাপ সময় হয়তো তোমাকে ভেঙে দিতে পারে, আবার সেই সময়ই তোমাকে গড়েও তুলতে পারে। নির্ভর করছে তুমি পরিস্থিতি কীভাবে সামলাও।’
এই কয়েকটি শব্দে লুকিয়ে আছে সময় ও মানুষের সংগ্রামের সম্পর্ক। জীবনে এসেছে যতোই প্রতিকূলতা, খ্যাতিমান এই নায়ক বারবার প্রমাণ করেছেন-সংকটই বড় হওয়া ও নতুন করে গঠনের সুযোগ হয়ে দাঁড়াতে পারে, যদি মানুষ আত্মবিশ্বাস আর ধৈর্য ধরে পথ চলা শিখে। ব্যক্তিগত বিপর্যয়, শারীরিক চ্যালেঞ্জ বা কর্মক্ষেত্রের ওঠাপড়া-সবকিছুকে তিনি দেখেছেন, নেযেছেন এবং জয় করেছেন। সেই জয়ের গল্পগুলিই তাকে কেবল অভিনেতা নয়, এক জীবনের পাঠদাতা হিসেবে দাঁড় করিয়েছে।
অমিতাভের কথায় ভক্তেরা শুধু জীবনদর্শন নয়, সক্রিয়তার আহ্বানও শুনতে পান। যে মুহূর্তে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে, সেখানেই দাঁড়িয়ে নিজেকে গড়ে তোলার সিদ্ধান্তই মানুষকে শক্ত করে। পর্যবেক্ষকরা বলছেন, তাঁর এই শব্দগুলো আজকের তরুণ প্রজন্মের জন্য প্রয়োজনীয় অনুপ্রেরণা- কারণ প্রতিটি বিপর্যয় নতুন কোনো সম্ভাবনার দরজা খুলে দেয়, বাঁচার পদ্ধতিকে পুনর্গঠন করে।
শিল্পী ও মানুষ হিসেবে অমিতাভ বচ্চনের এই বার্তায় আছে সতর্কতা ও আশার মিশ্রণ; সতর্কতা বলে যে সময় কড়া হতে পারে, আর আশা বলে যে সেই কঠোরতাই নতুন অধ্যায়ের সূচনা হতে পারে-শুধু প্রয়োজন নিজের স্বভাবকে উন্মুক্ত রেখে পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করার।
কেএন/এসএন