হিন্দি টেলিভিশনের জনপ্রিয় দম্পতি জয় ভানুশালি ও মাহি ভিজের দাম্পত্য জীবন নতুন করে আলোচনার কেন্দ্রে। দীর্ঘ ১৫ বছরের সম্পর্ক ও দাম্পত্যে যে তারা এক সঙ্গে ছিলেন, সেই গল্প আজও ভক্তদের মনে তাজা। তবে সাম্প্রতিক কালে ইন্ডাস্ট্রিতে শোনা যাচ্ছে, এই দীর্ঘ সম্পর্ক এবার শেষ হতে চলেছে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের ডিভোর্স জল্পনা।
জয়-মাহির প্রথম সাক্ষাৎ ঘটে এক বন্ধুর পার্টিতে। তার পরেও আবার একটি পার্টিতে দেখা হয়, যেখানে ঘনিষ্ঠতা বেড়ে যায়। পরস্পরের কাছে আসতে শুরু করে দু’জন। ২০১০ সালে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন এবং হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে খ্যাতি পান। বিয়ের দু’বছর পর ‘নাচ বলিয়ে’ প্রতিযোগিতার পঞ্চম সিজনে জুটি হিসেবে অংশগ্রহণ করে বিজয়ী হন তারা।
বিয়ের নয় বছর পর তাঁদের কোল আলো করে আসে কন্যা তারা। এর আগে দত্তক হিসেবে নেওয়া হয়েছিল দু’টি সন্তান। সবমিলিয়ে পরিবারে তিন সন্তান রয়েছে। তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ভাগ করার রীতি থাকলেও বর্তমানে সে সব সক্রিয়ভাবে প্রকাশ করা হয় না।
শেষবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল কন্যা তারার জন্মদিনের পার্টিতে। ২০২৪ সালের শেষ থেকেই বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। সূত্রের খবর অনুযায়ী, তারা ইতিমধ্যেই ডিভোর্স ফাইল করেছেন এবং আগামী বছরের জুলাই-আগস্ট নাগাদ আইনত সকল প্রক্রিয়া শেষ হওয়ার কথা। তবে এ নিয়ে কেউই প্রকাশ্যে মন্তব্য করেননি।
জয়-মাহির এই দীর্ঘ সম্পর্কের যাত্রা, তাদের সুখ-দুঃখ ও সাম্প্রতিক বিচ্ছেদ জল্পনা আজও দর্শক ও ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।
আরপি/টিকে