বলিউড অভিনেতা সালমান খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি আবারও শিরোনামে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে সোমি সালমানেরর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, সালমান তাকে দীর্ঘ সময় ধরে হুমকি ও হেনস্থা করছেন। খবর এই সময়ের।
ভিডিওতে সোমি জানিয়েছেন, ২০২৫ সালেও অভিনেতা তার উপর নানা ভাবে চাপ সৃষ্টি করছেন। তিনি বলেন, সালমান খান আমার পিছু ছাড়ছেন না। অচেনা নম্বর থেকেও ফোন করে হুমকি দিচ্ছেন।
সোমি আরও দাবি করেছেন যে সালমান তাকে বলিউডে বয়কট করেছেন এবং তার ইন্ডাস্ট্রিতে বন্ধুরাও তার থেকে দূরে সরে গেছেন। সোমি অভিযোগ করেছেন, তার এনজিও ‘নো মোর টিয়ার্স’-কেও অপমান করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ১৯৯৮ সালে আমাদের সম্পর্ক শেষ হয় সালমানের প্রতারণার কারণে, আর ২০২৫ সালেও হেনস্থা চলছেই। তিনি আমার সৎ বোন এবং ভাগ্নের সঙ্গেও দুবাইয়ে দেখা করছেন এবং মুম্বাইয়ে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন।