‘আগামী পাঁচ বছরেই দেশ দারিদ্র্যমুক্ত হবে’

আগামী ৫ বছরেই দেশ দারিদ্র্যমুক্ত হবে বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আমরা ধরেছিলাম ২০৩০ সাল নাগাদ দেশকে দারিদ্র্যমুক্ত করা যাবে। কিন্তু এখন দেখছি ২০৩০ সাল লাগবে না। আগামী ৫ বছরেই দেশ দারিদ্র্যমুক্ত হবে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। এই বিষয়টি দেশের মানুষ এবার বুঝেছে। অনেক উন্নয়ন করার পরেও ২০০১ সালে আমরা জয়ী হতে পারিনি। সে সময়ে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেয়নি। এবার দিয়েছে। দেশের মানুষ বুঝেছে শেখ হাসিনা মানেই উন্নয়ন। শেখ হাসিনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

অন্যবারের তুলনায় এবার একটু বেশি ভোট পড়েছে বলে তিনি বলেন, উন্নত বিশ্বে ৪০ শতাংশ ভোট কাস্ট হলেই তারা সন্তুষ্ট হয়। আমাদের দেশে ৭০ শতাংশ ভোট কাস্ট হলেই কেবল আমরা সন্তুষ্ট হই। সেই অনুপাতে এবার আমাদের দেশে একটু বেশি ভোট পরেছে, সেটা প্রায় ৮০ শতাংশ।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: