টলিউডের সুপারস্টার দেব, যিনি দীর্ঘদিন ধরে দর্শকের হৃদয়ে রাজত্ব করছেন, এবার জানালেন জীবনের এক গভীর সত্য। সাফল্যের শিখরে থেকেও তিনি উপলব্ধি করেছেন, এই যশ, খ্যাতি কিংবা মানুষের ভালোবাসা-সবকিছুই একদিন ফুরিয়ে যাবে।
দেব বলেন, “এক দিন না এক দিন সব চলে যাবে। এই যে যশ, খ্যাতি, মানুষের ভালবাসা-সবটা।” তাঁর এই সংক্ষিপ্ত উক্তিতেই যেন লুকিয়ে আছে জীবনের পরম দর্শন। আলো, ক্যামেরা, করতালির ভেতরে থেকেও দেব বুঝে গেছেন, স্থায়ী কিছুই নেই। যা আছে, তা হলো আজকের মুহূর্ত, আর সেই মুহূর্তকে শ্রদ্ধা করার মধ্যেই জীবনের মানে খুঁজে পাওয়া যায়।
চলচ্চিত্রের জগতে তাঁর সাফল্য যেমন অনন্য, তেমনি জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিও এখন অনেক পরিণত। দেবের মতে, খ্যাতি ক্ষণস্থায়ী-কিন্তু মানুষ হিসেবে বিনয়ী ও মানবিক থাকা চিরস্থায়ী মূল্যবোধের পরিচায়ক। তাই তিনি এখন নিজের কাজের প্রতি নিবেদিত থেকেও জীবনের অনিত্যতাকে উপলব্ধি করতে শিখেছেন।
দেবের এই উক্তি তাঁর ভক্তদের জন্য এক অনুপ্রেরণা-যশ বা সাফল্যের মোহে নয়, বরং বাস্তবতা মেনে বিনম্রভাবে এগিয়ে যাওয়াই আসল জীবনের শক্তি।
টিজে/টিএ