আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেছেন, ‘আমরা হাংকি পাংকি বুঝি না। এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না। জনগণ এই বক্তব্য পছন্দ করেননি। আমরা বুঝি ধানের শীষের বিজয়। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না।’
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজের নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামে ফেরেন তিনি। ওই সময় মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে পথসভায় তিনি এসব কথা বলেন।
চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ থেকে শুরু হওয়া এই গণসংযোগ কর্মসূচি আমজাদের বাজার, বাতিসা, পদুয়া রাস্তার মাথা, লক্ষ্মীপুর বাজার, আলকরা, কালিয়ারতল বাজার, গুণবতী, চৌধুরী বাজার, জগন্নাথদীঘি, ধোড়করা বাজার, চিওড়া, করপাটি বাজার, কনকাপৈত, মুন্সিরহাট বাজার, কাদৈর বাজার, শুভপুর, কাশিনগর, কলাবাগান বাজার, শ্রীপুর, রাজার বাজার, কালিকাপুর, মিয়া বাজার পাম্প, উজিরপুর, আমানগন্ডা ও ঘোলপাশা ইউনিয়ন ঘুরে সন্ধ্যায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে এসে শেষ হয়।
ওই সময় নেতাকর্মীদের উদ্দেশে কামরুল হুদা বলেন, ‘চৌদ্দগ্রামবাসী গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে ধানের শীষের পক্ষে একতাবদ্ধ। আজ হাজার মানুষ ধানের শীষের পক্ষে রাস্তায় নেমে এসেছে। ইনশাআল্লাহ, জনগণের ভোটে আমরা বিজয়ী হবো।’
প্রসঙ্গত, দিনব্যাপী এ শোডাউনে প্রায় দুই হাজার মোটরসাইকেল ও শতাধিক গাড়ি নিয়ে অংশ নেন দলীয় নেতাকর্মীরা। জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষ প্রতীকের ব্যানার-ফেস্টুনে সজ্জিত ছিল পুরো শোভাযাত্রা।
এসএস/টিএ