মৌসুমের শেষ আন্তর্জাতিক বিরতি, আজ আফ্রিকার মাটিতে বছরের শেষ ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রোতে বাংলাদেশ সময় রাত ১০টায় অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।
অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হচ্ছে ম্যাচটি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন, ম্যাচের শুরু থেকে খেলবেন অধিনায়ক লিওনেল মেসি।
অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে যুক্তরাষ্ট্রে দুটি জয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে ১-০ এবং পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে উড়িয়ে দেয় লিওনেল স্কালোনির দল। তবে অ্যাঙ্গোলার মাঠে নামার আগে স্কালোনি পাচ্ছেন না বেশ কয়েকজন মূল খেলোয়াড়কে।
এমিলিয়ানো মার্তিনেজকে বিশ্রাম দেওয়া হয়েছে অতিরিক্ত গোলরক্ষকদের সুযোগ দিতে। হাঁটুর চোটে নেই মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। হলুদজ্বরের বাধ্যতামূলক টিকা না নেওয়ায় যেতে পারেননি হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জিলিয়ানো সিমিওনে। দলে চমক হিসেবে ডাক পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, ম্যাক্সিমো পেরোনে আর ফিরেছেন ভ্যালেন্টিন বারকো।
আর্জেন্টিনার লিগে এই সপ্তাহেই নির্ধারিত হচ্ছে প্লে-অফ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় জায়গা-তাই দেশের লিগের খেলোয়াড়দের এই দফায় ডাকেননি স্কালোনি। এই ম্যাচেই প্রথমবার মাঠে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার নতুন জার্সি। কয়েক দিন আগেই উন্মোচিত হয়েছে সেই জার্সি, যার অভিষেক হতে যাচ্ছে লুয়ান্ডাতেই।
অ্যাঙ্গোলায় যাওয়ার আগে পুরো সপ্তাহ স্পেনের এলচেতে অনুশীলন করেছে দল। বৃহস্পতিবার ম্যানুয়েল মার্তিনেজ ভালেরো স্টেডিয়ামে আর্জেন্টিনার ওপেন প্র্যাকটিস দেখতে জড়ো হন ২০ হাজারের বেশি দর্শক। অনুশীলন শেষে এলচে ক্লাবের অংশীদার ক্রিস্তিয়ান ব্রাগারনিক বিশেষভাবে উপহার দেন ক্লাবের ‘১০ নম্বর’ জার্সি লিওনেল মেসির হাতে।
অন্যদিকে অ্যাঙ্গোলা ২০২৬ বিশ্বকাপের বাছাই থেকেই ছিটকে গেছে। গ্রুপ ‘ডি’-তে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে শেষ করেছে তারা। সামনে আর কোনো বড় টুর্নামেন্ট নেই- তাই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এই ম্যাচটি তাদের জন্য মর্যাদার লড়াই, আর নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগও।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: জেরোনিমো রুলি
রক্ষণ: হুয়ান ফয়থ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো
মাঝমাঠ: রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো/নিকোলাস পাজ
আক্রমণ: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, থিয়াগো আলমাদা
কোচ: লিওনেল স্কালোনি
অ্যাঙ্গোলার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: হুগো মার্কেস
রক্ষণ: ক্লিনটন মাথা, ডেভিড কার্মো, কিয়ালোন্ডা গ্যাসপার, তো কার্নেইরো
মাঝমাঠ: ফ্রেডি, বেনি মুকেন্দি, টিচার
আক্রমণ: জিটো লুভুম্বো, মাবুলুলু, চিকো বানজা
কোচ: পাত্রিস বোয়ামেল
টিজে/টিকে