তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও ত্রিদেশীয় সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। প্রথম ম্যাচ খেলার পর ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এরপর পাকিস্তান ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। তবে পাকিস্তানের সেনাপ্রধান শ্রীলঙ্কাকে পাকিস্তান সফর চালিয়ে যেতে রাজি করান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে আর পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সিনেটে দেওয়া ভাষণে নিশ্চিত করেছেন, শ্রীলঙ্কা দল পাকিস্তান ছাড়তে চাইলে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির শ্রীলঙ্কার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
সিনেটে দেওয়া ভাষণে নাকভি বলেন, ‘আমাদের ফিল্ড মার্শাল নিজেই তাদের (শ্রীলঙ্কার) প্রতিরক্ষামন্ত্রী ও সচিবদের সঙ্গে কথা বলেছেন। তাদের আশ্বস্ত করেছেন এবং সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছেন।’
নাকভি বলেন, ‘বোমা বিস্ফোরণের পর শ্রীলঙ্কা দল ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর তাদের সঙ্গে আমরা যোগাযোগ শুরু করেছিলাম। তাদের বোর্ড, খেলোয়াড় ও সবাই অত্যন্ত সাহসের সাথে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে।’
শ্রীলঙ্কা দলকে উচ্চ পর্যায়ের নিরাপত্তা দেওয়ার কথা জানিয়ে নাকভি যোগ করেন, ‘এখন পাকিস্তান আর্মি, রেঞ্জার্স ও ইসলামাবাদ পুলিশ একসঙ্গে তাদের নিরাপত্তা বজায় রেখেছে। রাষ্ট্রপতি ও অতিথিদের যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, তাদেরও একই ধরনের প্রোটোকল ও নিরাপত্তা দিচ্ছি আমরা।’
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ শেষে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজ খেলতে জিম্বাবুয়ে দলও পাকিস্তানে চলে এসেছে বলে জানিয়েছেন নাকভি।
এবি/টিকে