ঢাকার ধামরাইয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে ধামরাই-গুলিস্তান (ডি-লিংক) নামে একটি পার্কিং করা বাস। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১৬ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা গণমাধ্যমকে বলেন, রাত ১০টার পর ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই-গুলিস্তান নামে একটি বাসে আগুনের খবর আসে। পরে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা যায়, দুর্বৃত্তরা ওই বাসে আগুন দিয়েছে। এতে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
পিএ/টিএ