ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। আইন-শৃঙ্খলা ও জান-মালের নিরাপত্তা রক্ষায়, যা যা করণীয়, সবই করছি। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম মল্লিক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান, এপিবিএন, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ রাস্তায় অবস্থান করছে।
ভাঙ্গার যেসব পয়েন্টে অবরোধকারীরা নামতে পারে, সকল পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। আশা করছি, নেতিবাচক কোন কিছুই ঘটবে না।,
এসময় ফরিদপুরের পুলিশ সুপার মো। আব্দুল জলিল, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেনসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবি/টিকে