বাংলাদেশের ফুটবলকেই যেনো বদলে দিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। লেস্টার সিটির তারকা এ ক্রিকেটার লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর পর নতুন করে শুরু হয়েছে ফুটবল নিয়ে সমর্থকদের উন্মাদনা। আর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকেই অবিশ্বাস্য সব গোল করে যাচ্ছেন হামজা।
সবশেষ নেপালের বিপক্ষে বাংলাদেশ পিছিয়ে থাকার সময় ওভারহেড কিকে গোল করে দলকে সমতায় ফেরান হামজা। যেটা আবার দেখেছেন বাংলাদেশে ক্রিকেট খেলতে আসা আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। সতীর্থ অ্যান্ডি বালবির্নিসহ দেখেছেন রাকিব হোসেনদের ফুটবল ম্যাচ। হামজার গোল দেখে অবাক হয়েছেন টেক্টর।
সংবাদ সম্মেলনে টেক্টর বলেন, ‘অবিশ্বাস্য ছিল (হামজার গোল)। আমি এবং বালবির্নি একসাথে দেখছিলাম। প্রথম হাফের খেলা দেখা হয়নি। দ্বিতীয় গোলটি দারুণ ছিল। বাংলাদেশ অনেক ভালো খেলেছে। সামনে মনে হয় তাদের ভারতের সাথে ম্যাচ রয়েছে। বাংলাদেশ বেশ ভালো দল।’
এদিকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম। উইকেট কিপার এ ব্যাটারের এই অর্জনকে অনুপ্রেরণার বলে মন্তব্য করেছেন টেক্টর।
তিনি বলেন, ‘দারুণ একটা অর্জন। একশো টেস্ট খেলা বাংলাদেশের হয়ে অসাধারণ অর্জন। যখনি কেউ একশো টেস্ট খেলা ব্যাপারটা অনুপ্রেরণার। বিশ বছরের ক্যারিয়ারে সে সব মিলিয়ে দারুণ ছিল। যে কোনো প্লেয়ারের জন্য অনুপ্রেরণার দুই দশক ধরে খেলে যাওয়া।’
সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে আয়ারল্যান্ড। সেই ম্যাচ থেকে শিক্ষা নিতে চান টেক্টর। সেটা কাজে লাগিয়ে ভালো করার প্রত্যয় মিরপুর টেস্টে।
টেক্টর বলেন, ‘আমরা চেষ্টা করছি সেখান থেকে (সিলেট টেস্ট) শিক্ষা নিতে। দুইজন অভিষিক্ত ছিল। টপ অর্ডারে কয়েকজন ভালো করেছে। এই ম্যাচে আমরা ওপেন মাইন্ড নিয়ে খেলেছি। চেষ্টা থাকবে এই টেস্টে ভালো খেলার।’
আইকে/টিএ