আসছে ডিসেম্বরে ভারতের নারী ক্রিকেট দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। সিরিজটি পিছিয়ে গেল। স্বাগতিক ক্রিকেট বোর্ড থেকে স্থগিত করা হয়েছে সিরিজ। কারণ বা পরবর্তী তারিখ জানায়নি বিসিসিআই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, বিসিসিআইয়ের একটি চিঠি পেয়েছে বিসিবি। বলা হয়েছে সাদা বলের সিরিজটি তারিখ পরে নির্ধারণ করা হবে। স্থগিতের কোন নির্দিষ্ট কারণ জানানো হয়নি।
নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) শুরু হওয়ার আগে এটি ছিল ভারতের একমাত্র আন্তর্জাতিক সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচগুলো কলকাতা এবং কটকে হওয়ার কথা ছিল।
ভারতের ছেলেদের দলের বাংলাদেশ সফরে আসাও এর আগে স্থগিত হয়েছে। সিরিজটি গত আগস্টে হওয়ার কথা ছিল। পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেয়া হয়েছে।
আইআর/টিএ