রাজধানীর গুলিস্তানে হোটেল রমনার পাশের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের জোন কমান্ডার (ঢাকা দক্ষিণ) ফয়সালুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো নির্বাপণ হয়নি। বর্তমানে তল্লাশি কার্যক্রম চলছে। আগুনের সূত্রপাত আনুমান করা যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ বলা যাবে।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এমআর/টিএ