টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচে কোয়েটা কাভালরির বিপক্ষে ৫১ রানে হেরেছে নর্দান ওয়ারিয়র্স। এবার দ্বিতীয় ম্যাচে এস্পিন স্ট্যালিয়ন্সের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে।
টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্ট্যালিয়ন্স। এর মধ্যে নর্দানের হয়ে খেলছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। আর স্ট্যালিয়ন্সের হয়ে খেলছেন বাংলাদেশের ওপেনার সাইফ হাসান। দুজনই আছেন দুই দলের একাদশে।
শেষ পর্যন্ত জনসন চার্লসের ৩৪ বলে ৫৫ ও কলিন মুনরোর অপরাজিত ২১ বলে ৩৮ রানের ইনিংসে ১ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে নর্দান।
জবাবে খেলতে নেমে ২৫ রানেই প্রথম উইকেট হারায় স্ট্যালিয়ন্স। ১৩ রান করা আন্দ্রে ফ্লেচারকে বোল্ড করে দেন তাসকিন আহমদ।
বোলিংয়ে খরুচে সাইফ, নর্দার্ন ওয়ারিয়র্সের বিপক্ষে ইনিংসের সপ্তম ওভারে প্রথমবার বোলিংয়ে আনা হয় সাইফ হাসানকে। ডানহাতি লেগ স্পিনারের প্রথম বলেই ছক্কা মারেন জনসন চার্লস। একই ওভারের চতুর্থ বলেও ছক্কা মেরেছেন ডানহাতি এই ব্যাটার। দুই ছক্কায় ১৭ রান দিয়েছেন সাইফ। বাংলাদেশের স্পিনার ছিলেন উইকেটশূন্য।
নর্দার্ন ওয়ারিয়র্সের একাদশ-
জনসন চার্লস (উইকেটকিপার), কলিন মুনরো, শিমরন হেটমায়ার, থিসারা পেরেরা (অধিনায়ক), ওডেন স্মিথ, হজরতউল্লাহ জাজাই, সাগর কল্যাণ, ট্রেন্ট বোল্ট, শাহনাওয়াজ দাহানি, মোহাম্মদ শাহীদ ভুট্টা ও তাসকিন আহমেদ।
এস্পিন স্ট্যালিয়ন্স একাদশ-
রহমানউল্লাহ গুরবাজ, সাইফ হাসান, আন্দ্রে ফ্লেচার (উইকেটকিপার), আভিষ্কা ফার্নান্দো, অখিলেশ রেড্ডি, লিউস ডু প্লুই, জোহায়ের ইকবাল, হাফিজুর রহমান, হরভজন সিং (অধিনায়ক), বিনুরা ফার্নান্দো ও টাইমাল মিলস।
আইকে/টিএ