ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার বিশ্ব পুরুষ দিবস উপলক্ষে তার ছেলেকে উদ্দেশ করে লেখা এক আবেগঘন ভিডিও চিঠি প্রকাশ করেছেন, যাতে তিনি ছেলের প্রতি নিজের গর্ব প্রকাশ করেছেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বসা অবস্থায় স্টারমার তার ছেলেকে লেখা চিঠি পড়ে শোনাচ্ছেন এবং তাকে মাথার ভেতরে থাকা দ্বিধাকে উপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন।
স্টারমার বলেন, ‘আমি জানি, এই সময়ে বড় হওয়া সহজ নয়। আমি জানি তরুণ ছেলেদের ওপর এমন চাপ আছে, যা নিয়ে কথা বলা কঠিন, এবং এমন প্রশ্নও আছে যার উত্তর দেওয়া কঠিন; মানসিক স্বাস্থ্য, পৌরুষ, সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে প্রশ্ন।’
প্রধানমন্ত্রীর ভিডিওটি প্রকাশিত হলো এমন সময়ে, যখন গত মাসে নেটফ্লিক্সের আলোচিত ড্রামা ‘এডোলসেন্সের’ ব্রিটিশ তারকা স্টিফেন গ্রাহাম বিশ্বের বিভিন্ন দেশের বাবাদের আহ্বান জানিয়েছিলেন, ছেলেদের উদ্দেশ্যে চিঠি লিখতে, যাতে তারা বোঝাতে পারেন একজন পুরুষ হওয়া মানে কী।
স্টারমারের ভিডিওটি গ্রাহামের প্রকল্প থেকে আংশিকভাবে অনুপ্রাণিত, যদিও তা সরাসরি প্রকল্পের অংশ নয় বলে কর্মকর্তারা জানান।
ভিডিওতে স্টারমার তার ছেলেকে উদ্দেশ করে বলেন, ‘মনে হয় যেন কালই তোমাকে বাড়িতে এনেছিলাম, উদ্বিগ্ন, কিন্তু সামনে থাকা যাত্রার জন্য উত্তেজিত। আজ, অবিশ্বাস্য হলেও সত্যি, তুমি ইতিমধ্যেই ১৭ বছরে পা দিয়েছ।
তুমি আমার চেয়েও লম্বা, আর তুমি একজন আত্মবিশ্বাসী, দয়ালু, অসাধারণ তরুণে পরিণত হয়েছ, আমি তোমার জন্য ভীষণ গর্বিত।’
স্টারমার তার নিজের বাবা, ছেলের সম্পর্কে টানাপড়েনের কথাও বলেন। তিনি জানান, তারা ‘কখনোই ঠিকভাবে কথা বলতেন না’ এবং তিনি সবসময় চেয়েছিলেন, নিজের সন্তানের সঙ্গে তার সম্পর্ক ‘একদম ভিন্ন’ হবে।
তিনি জানান, ছোটবেলায় প্রায়ই তার মাথার ভেতর একটি কণ্ঠ বলত, তিনি কিছু জিনিসের জন্য যথেষ্ট ভালো নন।
তিনি বলেন, ‘যদি তোমার জন্য এবং এই দেশে বেড়ে ওঠা প্রতিটি সন্তানের জন্য আমার একটি বার্তা থাকে, তা হলো, ওই কণ্ঠস্বর শুনবে না। প্রতিটি তরুণেরই কিছু না কিছু দেওয়ার আছে এবং আমি নিশ্চিত করতে চাই, প্রতিটি শিশু যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে, যাতে তোমাদের প্রজন্ম প্রাপ্য ভবিষ্যৎ পায়।’
স্টারমারের ভিডিওটি ইংল্যান্ডের ‘প্রথম পুরুষ স্বাস্থ্য কৌশল’ উদ্বোধনের সঙ্গে একই সময়ে এসেছে, যার লক্ষ্য পুরুষদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য, সংক্রান্ত সমস্যাগুলো মোকাবিলা করা, বিশেষ করে আত্মহত্যা প্রতিরোধ ও প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পুরুষেরা সাধারণত সহায়তা চাইতে কম আগ্রহী এবং নারীদের তুলনায় ধূমপান, মদ্যপান, জুয়া ও মাদক ব্যবহারে বেশি ঝুঁকে থাকে।
আইকে/টিএ