এয়ারবাসের চেয়ারম্যান রেনে ওবেরমান ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার কালিনিনগ্রাদে মোতায়েন করা ইস্কান্দর মিসাইল, যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম, এর হুমকির জবাবে কৌশলগত পারমাণবিক অস্ত্র অর্জনের আহ্বান জানিয়েছেন।
বার্লিন সিকিউরিটি কনফারেন্সে বুধবার তিনি বলেন, ‘রাশিয়া যেটা খুব প্রকাশ্যে আমাদের হুমকি দিতে ব্যবহার করছে, সেটাই আমাদের অ্যাকিলিস হিল মনে হচ্ছে: কালিনিনগ্রাদের ঠিক সামনেই ইস্কান্দর ২৬ মিসাইলে থাকা ৫০০-র বেশি ট্যাকটিক্যাল পারমাণবিক ওয়ারহেড, আর বেলারুশে নতুন করে মোতায়েন করা অস্ত্র তো আছেই।’
তিনি আরো বলেন, ‘জার্মানি, ফ্রান্স, ব্রিটেন এবং অন্যান্য আগ্রহী ইউরোপীয় সদস্য রাষ্ট্রের উচিত একটি যৌথ ও ধাপে ধাপে এগোনো পারমাণবিক প্রতিরোধ কর্মসূচিতে একমত হওয়া, বিশেষ করে ট্যাকটিক্যাল স্তরে। আমার মনে হয়, এটা হবে এক বিশাল প্রতিরোধ সংকেত।’
ওবেরমানের মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ন্যাটোর এক কর্মকর্তা বলেন, জোট সম্প্রতি রাশিয়ার পারমাণবিক ভঙ্গিমায় কোনো পরিবর্তন দেখেনি।
এমআর