পেশির চোটে দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মিলিতাও। যে কারণে লস ব্লাঙ্কোসদের সামনে চারটি ম্যাচ খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান। ক্লাবের পক্ষ থেকে বুধবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে তার চোটের খবরটি নিশ্চিত করা হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) তিউনিসিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। সে ম্যাচের ৫৮তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মিলিতাও। পরীক্ষার পর জানা যায়, ২৭ বছর বয়সী এই ফুটবলারের ডান পায়ের পেশিতে চোট ধরা পড়েছে।
তবে মিলিতাও-এর সেরে উঠতে ঠিক কতদিন সময় লাগবে, ক্লাবের পক্ষ থেকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
রিয়াল মাদ্রিদের পরের চার ম্যাচে এলচে, অলিম্পিয়াকোস, জিরোনা ও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। আর এই চার ম্যাচের একটিতেও খেলতে পারবেন না মিলিতাও। তবে ধারণা করা হচ্ছে, আগামী ১০ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি সেরে উঠবেন।
এর আগে এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) দুটি চোটে গত দুই বছরে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল মিলিতাওকে।
লা লিগায় আগামী রোববার (২৩ নভেম্বর) এলচের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে লস ব্লাঙ্কোসরা। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে বার্সেলোনা আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
এমআর