নাগরিকদের ভীতি দূর না হলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় : দেবপ্রিয় ভট্টাচার্য

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের আস্থা পুনরুদ্ধারে সরকার, প্রশাসন ও নির্বাচন কমিশনকে বলিষ্ঠ ও স্বচ্ছ ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘নাগরিকদের মনে এখনো যে শঙ্কা ও ভীতি রয়েছে, তা দূর করা না গেলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।’
 
বৃহস্পতিবার (২০ নভেম্বর ) সকালে খুলনায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম, বাংলাদেশ আয়োজিত আঞ্চলিক পরামর্শসভায় তিনি এ আহ্বান জানান। সকালে নগরীর হোটেল সিটি ইন-এ এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘জনগণ আস্থা না পেলে নির্বাচন গণতান্ত্রিক রূপ পায় না। তাই মুক্ত আলোচনা, স্বচ্ছতা ও সততার ভিত্তিতে আস্থা পুনরুদ্ধার সময়ের দাবি। দেশ নির্বাচনমুখী হয়ে উঠছে, নির্বাচন অবশ্যম্ভাবী। কিন্তু আমরা কেমন নির্বাচন পাব- সেই প্রশ্ন জনগণের মনে রয়ে গেছে।

ড. দেবপ্রিয় বলেন, ‘খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা বহুদিন ধরে আলোচিত হলেও বাস্তবায়ন এখনো দৃশ্যমান নয়। পদ্মা সেতু চালুর পর প্রত্যাশিত অর্থনৈতিক অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না। জমির মূল্য বৃদ্ধি পেলেও কর্মসংস্থান বা শ্রমিকের ন্যায্য মজুরি বাড়েনি।’
সভায় আলোচনার বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন, ‘নতুন প্রজন্মের শ্রমিককে আকৃষ্ট করতে অঞ্চলভিত্তিক শিল্পায়ন জরুরি।

খুলনা অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প, চিংড়ি ও মাছ উৎপাদন এবং পর্যটন খাতে বিশাল সম্ভাবনা রয়েছে। সুন্দরবন ও সাংস্কৃতিক সম্পদকে কেন্দ্র করে বড় ধরনের পর্যটনশিল্প গড়ে ওঠা সম্ভব।’

তিনি আরো বলেন, ‘এলাকা থেকে যারা নির্বাচন করবেন, তাদের অবশ্যই আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি ইশতেহারে দিতে হবে। নাগরিক সমাজ ও গণমাধ্যম পরবর্তী সময়ে এর বাস্তবায়ন নিশ্চিত করতে জবাবদিহিতা তৈরি করবে।’

বন্দর ব্যবস্থাপনা উন্নয়ন প্রসঙ্গে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘রপ্তানিমুখী অর্থনীতির জন্য দক্ষ বন্দরব্যবস্থা অপরিহার্য।
প্রয়োজনীয় সংস্কারের জন্য বৈদেশিক বিনিয়োগ জরুরি হলেও তা অবশ্যই স্বচ্ছ পদ্ধতিতে হতে হবে।’

তিনি সতর্ক করে বলেন, ‘সঠিক সংস্কার যদি বেঠিক পদ্ধতিতে করা হয়, তাহলে তার সুফল পাওয়া যায় না। বন্দর সংস্কারে যে দ্রুততা ও অসচ্ছতা দেখা গেছে, তাতে ভালো উদ্যোগও ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকে।’

ড. দেবপ্রিয় জোর দিয়ে বলেন, ‘সংস্কার প্রয়োজন, বিনিয়োগও প্রয়োজন; কিন্তু তা হতে হবে যোগ্যতার ভিত্তিতে, উন্মুক্ত আলোচনা ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলেই সংস্কার টেকসই হবে।’

সভায় আগামী নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক দলের কাছে নাগরিক নেতারা স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন দাবি তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে নিরাপদ সড়ক, শিল্পের উন্নয়ন, পলিথিন ও প্লাস্টিক বর্জনসহ সুন্দরবনের পর্যটনশিল্পের বিকাশ।

সভায় সমাপনী বক্তৃতা করেন সিপিডির ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এ সময় রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, এনসিপির ডা. আব্দুল্লাহ চৌধুরী প্রমুখ।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৫ Jan 06, 2026
img
মোস্তাফিজ ইস্যুতে লাফিয়ে লাফিয়ে ফলোয়ার কমছে কলকাতার! Jan 06, 2026
img
মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকেও অপহরণ করা হতে পারে: মেদভেদভ Jan 06, 2026
img
হাসপাতালে ভর্তি মাহাথিরের সর্বশেষ অবস্থা জানালেন তার মেয়ে Jan 06, 2026
img
ভারতে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত সঠিক: শহীদ আফ্রিদি Jan 06, 2026
img
বাংলাদেশ লোক-কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর সম্প্রসারণের উদ্যোগ Jan 06, 2026
img
মানুষ জেগে উঠলে কী অবস্থা হয়, সেটা শেখ হাসিনা টের পাইছিল: রুমিন ফারহানা Jan 06, 2026
img
দর্শক সিনেমায় আমাকে নতুনভাবে চিনবে: তোরসা Jan 06, 2026
img
পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ক্রয় করবে বাংলাদেশ! Jan 06, 2026
img
মোস্তাফিজ ইস্যুতে আমরা অপমানিত: আসিফ আকবর Jan 06, 2026
শীতের চেয়েও ঠান্ডা হৃদয় নিয়ে সুইমিংপুলে সাদিয়া আয়মান Jan 06, 2026
img
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে মুখ খুললেন প্রভা Jan 06, 2026
img
আরও ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক Jan 06, 2026
img
জানুয়ারির প্রথম ৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬০ কোটি ডলার Jan 06, 2026
img
বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় রিধিমাকে বাদ দিলো বিসিবি Jan 06, 2026
img
জকসু কেন্দ্রীয় সংসদে ভোট পড়েছে প্রায় ৬৫ ও হল সংসদে প্রায় ৭৭ শতাংশ Jan 06, 2026
img
খালেদা জিয়ার প্রতি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা Jan 06, 2026
img
গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোর ইউরোপীয় নেতাদের যৌথ বিবৃতি Jan 06, 2026
img
আসিফ মাহমুদের কার্যপরিধি জানাল জাতীয় নাগরিক পার্টি Jan 06, 2026
img
কোন কারণে বহু অনুরোধেও স্ত্রীকে ‘ধুরন্ধর’ ছবিতে সুযোগ দেননি পরিচালক? Jan 06, 2026