আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ থামানোর জন্য কৃতিত্ব নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, দুই দেশকে ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ফোন করে বলেছিলেন, 'আমরা যুদ্ধে যাব না।'
ট্রাম্প অর্ধশতাধিক বারেরও বেশি দাবি করেছেন, মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসন করেছিলেন। পাকিস্তান এ বিষয়ে ট্রাম্পকে কৃতিত্ব দিলেও ভারত ধারাবাহিকভাবে 'তৃতীয় পক্ষের হস্তক্ষেপ' অস্বীকার করে আসছে।
বুধবার (১৯ নভেম্বর) ট্রাম্প বলেন, 'আমি বিরোধ নিষ্পত্তিতে ভালো এবং সবসময়ই ছিলাম। আমি বছরের পর বছর ধরে এ বিষয়ে খুব ভালো করেছি, এমনকি এর আগেও। ভারত, পাকিস্তান - তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছিল। আমি বলেছিলাম ঠিক আছে, তোমরা এটি ব্যবহার করতে পার, তবে আমি প্রতিটি দেশের ওপর ৩৫০ শতাংশ শুল্ক আরোপ করবো। যুক্তরাষ্ট্রের সঙ্গে তোমাদের আর কোনো বাণিজ্য নয়।'
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে মার্কিন-সৌদি বিনিয়োগ ফোরামে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ভারত ও পাকিস্তান উভয়ইকে তিনি যুদ্ধ না করতে চাপ দিয়েছেন।
তিনি উল্লেখ করেন, আমি বলেছিলেন আমি এটি (শুল্ক আরোপ) করতে যাচ্ছি। আমার কাছে ফিরে এসো এবং আমি এটি (যুদ্ধ) থামিয়ে দেব। কিন্তু আমি তোমাদের একে অপরের ওপর পারমাণবিক অস্ত্র ফেলতে দেব না।
ট্রাম্প আরও বলেন, অন্য কোনো প্রেসিডেন্ট এটা করতেন না... আমি এই সমস্ত যুদ্ধের নিষ্পত্তির জন্য শুল্ক ব্যবহার করেছি, তবে সবগুলোতে নয়। আটটির মধ্যে পাঁচটিই অর্থনীতির কারণে, বাণিজ্যের কারণে, শুল্কের কারণে নিষ্পত্তি হয়েছে। আমি এটা করেছি।
তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাকে ফোন করেছিলেন এবং লাখ লাখ জীবন বাঁচানোর জন্য হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলসের সামনে তাকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রধানমন্ত্রী মোদির কাছ থেকেও ফোন পেয়েছিলেন জানিয়ে ট্রাম্প বলেন, আমি বলেছিলাম, 'তোমার কাজ শেষ?' মোদি উত্তর দিয়েছিলেন, 'আমরা যুদ্ধে যাব না।'
তখন মোদির উত্তর শুনে ট্রাম্প তাকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, 'চলো একটা চুক্তি করি।'
ইউটি/টিএ