৫ম প্রজন্মের যুদ্ধবিমানের প্রযুক্তি হাতে পেতে যাচ্ছে ভারত

আগামী মাসে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ সফর সামনে রেখে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রযুক্তি হাতে পেতে যাচ্ছে ভারত। এর ফলে ভারতীয় বিমানবাহিনীর ভবিষ্যৎ শক্তি-সমীকরণ আমূল বদলে যেতে পারে। রাশিয়া তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সু-৫৭-এর পূর্ণ প্রযুক্তি ভারতের হাতে তুলে দিতে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে ইঞ্জিন, সেন্সর, স্টেলথ উপাদানসহ সম্পূর্ণ ইকোসিস্টেম।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা কনগ্লোমারেট রোস্তেকের প্রধান সের্গেই চেমেজোভ জানিয়েছেন, প্রস্তাব অনুযায়ী প্রথমে রাশিয়া থেকে সু-৫৭ সরবরাহ করা হবে। পরবর্তীকালে ধাপে ধাপে ভারতের মধ্যেই এর উৎপাদন স্থাপন করা হবে।

এনডিটিভি জানিয়েছে, সফরে রাশিয়া ভারতের কাছে তাদের এক ইঞ্জিনবিশিষ্ট স্টেলথ যুদ্ধবিমান সু-৭৫ ‘চেকমেট’-এর অফারও দিতে পারে।

দুবাই এয়ার শো ২০২৫-এ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে চেমেজোভ বলেন, ভারত-রাশিয়ার ‘দীর্ঘদিনের নির্ভরযোগ্য সম্পর্কের’ ভিত্তিতেই মস্কো যে কোনো প্রযুক্তিগত চাহিদা পূরণে প্রস্তুত।

তিনি বলেন, ভারত ও রাশিয়া বহু বছরের অংশীদার। যখন ভারত নিষেধাজ্ঞার মুখে ছিল, তখনো আমরা তাদের নিরাপত্তার স্বার্থে অস্ত্র সরবরাহ করেছি—আজও সেই নীতি অনুসরণ করে ভারতের প্রয়োজনীয় সব সামরিক সরঞ্জাম দিতে আমরা প্রস্তুত।

রুশ রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরোন এক্সপোর্টের এক শীর্ষ কর্মকর্তা জানান, ভারত চাইলে ভবিষ্যতের বিমানযুদ্ধ ব্যবস্থার জন্য লাইসেন্সপ্রাপ্ত উৎপাদন, ভারতীয় অস্ত্র সংযোজন, এবং পরবর্তী প্রজন্মের প্রযুক্তি যেমন এইএসএ রাডার, এআই উপাদান, ইঞ্জিন, কম দৃশ্যমানতা প্রযুক্তি সবই পাওয়া সম্ভব।

ভারতীয় বিমানবাহিনীরর অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার ও প্রতিরক্ষা বিশ্লেষক বিজয়িন্দর কে ঠাকুর জানিয়েছেন, রাশিয়ার এই নতুন উদ্যোগে সু-৭৫-এর অফারও অত্যন্ত সম্ভাব্য। রাশিয়া আগেই জানিয়েছিল চেকমেট উৎপাদনের জন্য তারা অংশীদার দেশে কারখানা বসাতে আগ্রহী, আর সেই ক্ষেত্রে ভারতই সবচেয়ে উপযুক্ত।

তিনি জানান, সু-৭৫-এর স্থানীয় উৎপাদন হলে ভারতের পঞ্চম প্রজন্মের লাইট/মিডিয়াম ফাইটার-গ্যাপ কম খরচে পূরণ হবে এবং ব্রহ্মোসের মতোই বিপুল রপ্তানি আয়ের পথ খুলতে পারে। এটি ভারতের নিজস্ব ডুয়েল-ইঞ্জিন এএমসিএ প্রকল্পের পরিপূরক হিসেবেই কাজ করবে, প্রতিদ্বন্দ্বী নয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিসেম্বর মাসে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনের জন্য দিল্লি সফর করবেন। ২০২১ সালের পর এটাই তার প্রথম ভারত সফর। এই বৈঠকে প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক বড় ঘোষণা আসতে পারে।

এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি পুতিনের ঘনিষ্ঠ উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। রাশিয়ার দূতাবাসের বিবৃতি অনুযায়ী, বৈঠকে দুই দেশ সমুদ্র নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সব বিষয়েই আলোচনা করেছে।

আরপি/এসএন



Share this news on:

সর্বশেষ

img
বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেয়ার সিদ্ধান্তের কঠোর সমালোচনা টিআইবির Jan 06, 2026
img
'ভক্তদের আতিথেয়তায়' এক নম্বর দীপিকা Jan 06, 2026
img
মুম্বাইয়ে ভক্তদের সঙ্গে দীপিকার জন্মদিনের আবেগঘন মুহূর্ত Jan 06, 2026
img

প্রেস সচিবের ব্রিফিং

গণভোটের প্রচারণায় ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে Jan 06, 2026
img
খাগড়াছড়িতে এনসিপির সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার Jan 06, 2026
img
মুস্তাফিজের আইপিএল ইস্যুতে সাবেক লঙ্কান ক্রিকেটারের বার্তা Jan 06, 2026
img
ভেনেজুয়েলার মতো পদক্ষেপ সহ্য করা হবে না, মেক্সিকোর হুঁশিয়ারি Jan 06, 2026
img
দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ Jan 06, 2026
img
জকসুর ভোট গণনা স্থগিত Jan 06, 2026
img
বিজেপির মন্তব্যে পালটা জবাব রীতেশ দেশমুখের Jan 06, 2026
img
এবার ভোট দেবো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: হাসনাত আবদুল্লাহ Jan 06, 2026
img

১০ জেলায় শৈত্যপ্রবাহ

সারাদেশে সকাল পর্যন্ত ঘন কুয়াশার আভাস, সাময়িকভাবে যোগাযোগ ব্যাহত হওয়ার শঙ্কা Jan 06, 2026
img
চেহারার সঙ্গে অদ্ভুত মিল, ভুল করেছিলেন স্মিতার ছেলেও Jan 06, 2026
img
গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কেউ যুদ্ধে জড়াবে না: ট্রাম্পের সহকারী Jan 06, 2026
img
বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত ইইউর : নজরুল ইসলাম খান Jan 06, 2026
img
সানি দেওলের ‘বর্ডার ২’ ঘিরে পাকিস্তানের অনুরাগীদের উত্তেজনা Jan 06, 2026
img
বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি Jan 06, 2026
img
দুধ দিয়ে গোসল করে পদত্যাগ বিএনপি নেতার! Jan 06, 2026
img
প্রার্থী ভাড়া করতে হইলো, এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ: রুমিন ফারহানা Jan 06, 2026
img
ঋণ জালিয়াতি মামলায় নাসার নজরুলসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ Jan 06, 2026