ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জলবায়ু বিষয়ক সম্মেলন কপ ৩০ এর একটি প্যাভিলিয়নে আগুনের ঘটনা ঘটেছে। সম্মেলনে উপস্থিত বাংলাদেশি সাংবাদিক, সেখানে উপস্থিত প্রতিনিধি দলসহ সবাইকে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে।
দেশের একটি গণমাধ্যমের প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ সম্মেলনের প্ল্যানারি-১৪ এর পেছনের দিকে আগুন দেখা যায়। পরবর্তীতে সবাইকে নিরাপদে সরিয়ে আনা হয়।
ফায়ার সার্ভিসসহ নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। আগুন লাগার সময় পুরো এলাকায় ধোয়াচ্ছন্ন হয়ে যায়। তবে সেখানে সবাই নিরাপদ আছেন বলে এই প্রতিবেদক আমাদের নিশ্চিত করেছেন।
এসএস/টিএ