অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সব তথ্য-প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার করা হয়েছে; আসামিপক্ষের আপিলের সুযোগ আছে। আসামিপক্ষ সব সময় বলার চেষ্টা করে, বিচার সঠিক হয়নি। তবে শেখ হাসিনাসহ আসামিপক্ষের সুযোগ আছে রায়ের বিরুদ্ধে আপিল করার। রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে, সেখানে অ্যাটর্নি জেনারেলের কোনো ভূমিকা নেই।
শুক্রবার (২১ নভেম্বর) ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের কর্মশালায় মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। তিনি বলেন, ‘জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ তাঁদের বিরুদ্ধে যে তথ্য-প্রমাণ এসেছে, তা দেখে পৃথিবীর যেকোনো আদালত বলবেন, তাঁরা দোষী।
তাঁরাই জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমরা এমন একটি বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি, সেখানে সমালোচনা আমাদের থাকবে।
তবে কারা সমালোচনা করছে, তাদের দেখতে হবে।’