ঢাকার সাভারে যুবদল নেতা শাওন সরকারের আশ্রয়ে থাকা বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার সাভারের হেমায়েতপুর এলাকা থেকে র্যাব-৪ তাকে গ্রেপ্তারের পর রাতেই সাভার মডেল থানায় হস্তান্তর করেন।
গ্রেপ্তারকৃত বদরুল আলম সরদার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পর আত্মগোপনে সাভার হেমায়েতপুরে ঢাকা জেলা যুবদল নেতা ও তেতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াছিন শাওন সরকারের আশ্রয়ে ছিলেন। শাওন সরকার সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারের ভাতিজা।
সম্প্রতি সাভারে বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো ঘটনার অর্থ যোগানদাতা ছিলেন গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা বদরুল আলম এমন তথ্য পাওয়া গেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনলাইনে ডাকা শাটডাউন কর্মসূচি চলাকালীন সাভারের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অর্থ যোগানদাতা ছিলেন গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা বদরুল আলম সরদার। অগ্নিসংযোগের ঘটনা তদন্তে বদরুলের সম্পৃক্ততা পাওয়ায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আওয়ামী লীগ নেতা ও ছাত্র হত্যা মামলার আসামি বদরুল আলম সরদারের আশ্রয়দাতা তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শাওন সরকারের কাছে এ বিষয়ে জানতে মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
তবে ইতিমধ্যে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা বদরুলের সঙ্গে যুবদল নেতা শাওন সরকারের ফুলের শুভেচ্ছা বিনিময় ও সেলফির একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীরা। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, বদরুল আলম সরদারকে র্যাব গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে এক ছাত্র হত্যা মামলার আসামি। তাকে ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরো মামলা ও বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত হচ্ছে।
ইউটি/টিএ