ঢাকা আলিয়া মাদরাসায় দুটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ সংঘর্ষের পর মাদরাসা ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি মোকাবেলায় আলিয়া মাদরাসা ক্যাম্পাসে প্রবেশ করেছে সেনা সদস্যরা।
জানা যায়, শনিবার রাতে ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসের হলে দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পরে।
এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১ টার দিকেও মাদরাসার হলে বেশ কয়েকজন শিক্ষার্থী অবরুদ্ধ অবস্থায় আছেন। তাদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। তবে, সংঘর্ষে জড়িতদের পরিচয় ও সংঘর্ষের কারণ ইস্যুতে কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে, ঘটনাস্থলে থাকা দেশের একটি গণমাধ্যমের রিপোর্টার রাইয়ানকে লাঞ্চিত করে তার মুঠোফোন ও লাইভ ডিভাইস কেড়ে নেয় একদল শিক্ষার্থী। এখন পর্যন্ত তাকে ফোন ও ডিভাইস ফেরত দেওয়া হয়নি।