হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ নূরুল আলম (৩০) নামে একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
শনিবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলা থেকে তাকে আটক করা হয়।
এয়ারপোর্ট ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় এয়ারপোর্ট এপিবিএনের একটি অভিযান পরিচালনা করা হয়। ওই সময় নূরুল আলম নামের ওই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএনের সদস্যরা তাকে আটক করে।
পরে এপিবিএন অফিসে এনে তল্লাশি করা হলে তার গলায় ঝুলানো হজে ব্যবহৃত কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা ও পায়জামার ডান পকেট থেকে মোট ১ হাজার ৩০০ গ্রাম স্বর্ণালংকার ছাড়াও ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। স্বর্ণালংকারগুলোর মান ২১, ২২ এবং ২৪ ক্যারেট।
জিজ্ঞাসাবাদের বরাতে এয়ারপোর্ট এপিবিএন জানায়, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়। আটক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
কেএন/টিকে