বিয়েবাড়িতে আবারও বিপর্যয়! রবিবার বিশ্বজয়ী মেয়ে স্মৃতি মন্ধানার বিয়ের কয়েক ঘণ্টা আগে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তাঁর বাবা। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয় বিবাহ অনুষ্ঠানও। এবার রাত পোহাতে না পোহাতেই আরও এক বিপর্যয়ের খবর। বাবার পর এবার হাসপাতালে স্মৃতির হবু স্বামী পলাশও।
জানা গিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ‘সুরকার পাত্র’ পলাশ মুচ্ছলকে। কী হয়েছে পলাশের? এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতাল যেতে হয়েছিল তাঁকে। তবে সমস্যাটি গুরুতর নয়। চিকিৎসার পর, তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন পলাশ।
রবিবার যখন সবাই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত, তখন আচমকাই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে সাঙ্গলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁদের পারিবারিক চিকিৎসক ডা. নমন শাহ জানিয়েছেন, মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। শারীরিক অবস্থার অগ্রগতি হলে হয়তো সোমবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে তিনি বলেন, “রবিবার দুপুর দেড়টা নাগাদ শ্রীনিবাস মন্ধানার বুকের বাঁদিকে ব্যথা হয়। একে চিকিৎসার পরিভাষায় আমরা ‘এনজাইনা’ বলি। এমন উপসর্গ দেখে তাঁর ছেলে ফোন করে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স পাঠিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ইসিজি এবং অন্যান্য রিপোর্টে দেখা গিয়েছে, কার্ডিয়াক এনজাইমগুলি বৃদ্ধি পেয়েছে। তাছাড়া রক্তচাপও বৃদ্ধি পেয়েছে। তা কমানোর চেষ্টা চলছে। পরিস্থিতি আরও খারাপ হলে অ্যাঞ্জিওগ্রাফি করতে হতে পারে।” উল্লেখ্য, বিশ্বজয়ী ক্রিকেটারের বিয়ে নিয়ে উৎসবে মেতে উঠেছিলেন সকলে। কিন্তু আচমকাই সব তালগোল পাকিয়ে গেল। এখন শ্রীনিবাস মান্ধানার দ্রুত আরোগ্য কামনা করছেন আসমুদ্রহিমাচল।
এবি/টিকে