কোনো কোনো এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসার পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে, যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকার থাই দূতাবাস।
সোমবার (২৪ নভেম্বর) থাই দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, দূতাবাসের নজরে এসেছে যে কিছু এজেন্সি বিজ্ঞপ্তির মাধ্যমে থাই ভিসার অ্যাপ্রুভাল ২ ঘণ্টার মধ্যে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। এ বিষয়ে থাই দূতাবাসের ব্যাখ্যা হচ্ছে–
১. কোনো এজেন্সি থাই ই-ভিসার নিশ্চয়তা দিতে পারে না,
২. থাই ই-ভিসার আবেদন নিয়ম অনুযায়ী কঠোরভাবে পর্যালোচনা করা হয় এবং
৩. আবেদনকারীদের বিভ্রান্তিকর পরিষেবা এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।
এমকে/এসএন