দক্ষিণের জনপ্রিয় অভিনেতা দুলকর সালমান এবার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের পথে হাঁটতে পারেন। চলচ্চিত্র অঙ্গনের ভেতরের খবর, তিনি ভারতের দাবা–জগতের মহাতারকা ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ভিস্বনাথন আনন্দের জীবনভিত্তিক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় নিয়ে চূড়ান্ত আলোচনায় রয়েছেন। বহুদিন ধরেই এই জীবনীচিত্রের প্রস্তুতি চলছিল। এখন নির্মাণের দায়িত্ব নিতে এগিয়ে এসেছে নেটফ্লিক্স। এটি ছবি হবে নাকি ধারাবাহিক—সে ব্যাপারে আলোচনাই চলছে। পাশাপাশি গঠিত হচ্ছে সৃজনশীল দল ও অভিনয়শিল্পীর তালিকাও।
‘কান্তা’ ছবির ঠান্ডা সাড়া সত্ত্বেও দুলকরের সর্বভারতীয় পরিচিতি ও অভিনয়দক্ষতা তাঁকে আনন্দের চরিত্রের জন্য শক্ত প্রার্থী করে তুলেছে বলে মনে করছেন অনেকে। দাবার মতো স্তব্ধ অথচ উত্তেজনাপূর্ণ মানসিক লড়াই পর্দায় তুলে ধরতে পারবেন দুলকর—এমন বিশ্বাসে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও। শিগগিরই ঘোষিত হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। দর্শকদের প্রত্যাশা, নীরব প্রতিভা আর কৌশলের খেলায় দুলকর সালমান এবার পর্দায় নতুন চমক দেখাবেন।
এবি/টিকে