টানাপোড়েনের গন্ধটা ধীরে ধীরে ভর করছিল শুটিং ফ্লোরে। প্রথমে বোঝা যায়নি কিছু, কিন্তু দিন যত এগিয়েছে, আর্য আর অপর্ণার মাঝের নীরবতাটাই যেন পুরো পরিবেশটাকে ভারী করে তুলেছে। দর্শকের প্রিয় এই জুটি, যাদের রসায়ন একসময় সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল, আজ সেই জুটিকে ঘিরেই জন্ম নিয়েছে নতুন ভাঙনের গল্প।
“চিরদিনই তুমি যে আমার” ধারাবাহিকে আর্য-অপর্ণা ছিল অন্যতম আকর্ষণ। পর্দায় দু’জনের উপস্থিতি মানেই ছিল উষ্ণ রসায়নের ঢেউ। দিতিপ্রিয়ার অপর্ণা আর আর্যের চরিত্র এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে দর্শকদের কাছে তারা নায়ক-নায়িকা নয়, বরং এক ধরনের আবেগ হয়ে দাঁড়িয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের দৃশ্যগুলো ভাইরাল হয়েছে, ভক্তরা বানিয়েছেন অসংখ্য ভিডিও। ফ্যানপেজে প্রতিদিনই আলোচনা হতো এই জুটিকে নিয়ে।
কিন্তু সামনে যা ঘটল, তা কেউই সহজে ভাবেনি। পর্দার জাদুর পেছনে জমতে শুরু করেছিল মনোমালিন্য। ছোট ছোট ভুল বোঝাবুঝি অনিচ্ছাকৃতভাবে বড় হয়ে উঠেছে। মতবিরোধ, ইগো আর নীরব দূরত্ব মিলিয়ে তৈরি হয়েছে এমন এক অস্বস্তিকর পরিবেশ, যেখানে একসময়কার হাসি-আনন্দের জায়গা দখল করেছে সন্দেহ আর বিষাদ।
শুটিং সেটে যে উচ্ছ্বাস ছিল, তা একদিন হঠাৎ থমকে গেল। বাতাস যেন বদলে গেল। আর্য-অপর্ণার সেই পরিচিত জাদু মিলিয়ে গেল ধীরে ধীরে। দর্শকরাও যেন মানতে পারছেন না এত সহজে, কারণ তাদের মনে এই জুটি ছিল শুধু গল্পের অংশ নয়, একধরনের সম্পর্কের প্রতীক।
এখন ধারাবাহিকে আসছে নতুন নায়িকা। গল্প এগোবে অন্য পথে, নতুন রসায়ন গড়ে তোলার চেষ্টা হবে। কিন্তু ভক্তদের মনে রয়ে গেছে বড় একটা প্রশ্ন-পুরনো সেই ম্যাজিক ফিরে আসবে কি?
কারণ পর্দায় চরিত্র বদলানো যায়, নতুন জুটি গড়া যায়। কিন্তু দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া জুটি তৈরি হয় খুব কমই। আর্য–অপর্ণা ঠিক সেই বিরল তালিকার সদস্য ছিল। তাই এই ভাঙন শুধু ধারাবাহিকের নয়, দর্শকের আবেগেও দাগ কেটে গেল।
টিজে/টিএ