ভারতীয় দেশপ্রেমের গানের ইতিহাসে বিশেষ স্থান ধরে রাখা সন্দেশে আসে হাই ফিরছে নতুন করে। প্রায় তিন দশক পর বর্ডার ছবির সেই জনপ্রিয় গান এবার নতুন সাজে শোনা যাবে বর্ডার টুতে। আর এই পুনর্জন্মকে ঘিরেই শুরু হয়েছে নতুন উত্তেজনা। কারণ এবার একই গানে কণ্ঠ দিচ্ছেন তিন প্রজন্মের তিন তারকা শিল্পী সোনু নিগম, আরিজিত সিং এবং দিলজিৎ দোসাঞ্জ।
দিলজিতের নাম যুক্ত হতেই গানটি নিয়ে আলোচনা আরও বেড়ে যায়। তার আবেগঘন কণ্ঠ সংগীতে নতুন এক আধুনিক রঙ যোগ করবে বলে মনে করছেন সবাই। অন্যদিকে সোনুর শক্তিশালী কণ্ঠ এবং আরিজিতের গভীর অনুভূতি মিলিয়ে গানটি পুরোনো স্মৃতির সঙ্গে নতুন ছোঁয়া এনে দেবে।
বর্ডার টু ছবিটির মূল আবেগ গড়ে উঠবে এই গানকে কেন্দ্র করে। ছবিতে অভিনয় করছেন সানি দেওল, বরুণ ধাওয়ান, সুনীল শেট্টি, টাইগার শ্রফ, আহান শেট্টি এবং দিলজিৎ দোসাঞ্জ। নির্মাতারা গানটির বৈশ্বিক প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। তাদের বিশ্বাস, এই সংগীত নতুন প্রজন্মের মনেও দেশাত্মবোধের গভীর ছাপ ফেলবে।
পুরোনো একটি সংগীত যখন নতুন যাত্রায় পা রাখে, তখন সেই প্রত্যাশাও বেড়ে যায়। সন্দেশে আসে হাই সেই প্রত্যাশাকে আবার সামনে এনে দাঁড় করিয়েছে। স্মৃতি, দেশপ্রেম আর শক্তিশালী কণ্ঠের সমন্বয়ে তৈরি এই নতুন সংস্করণ যে আবারও মানুষের হৃদয়ে জায়গা করে নেবে, সেই আভাস এখনই স্পষ্ট।
এসএন