প্রায় ৩ মাস আগেই ৮ বছরের প্রেমের সম্পর্ক পূর্ণতা দিয়ছেন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। আগস্টে বাগদানটা সেরে ফেললেও এবার জানা গেল কবে বিয়ে করছেন সিআর সেভেন। এমনকি কোথায় হতে চলছে বিয়ের আয়োজন সেটা জানা গেছে পর্তুগিজ গণমাধ্যম থেকে। ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর তারা বিয়ে করার পরিকল্পনা করেছেন।
পর্তুগিজ গণমাধ্যমের খবর, রোনালদো এবং জর্জিনা ২০২৬ সালের গ্রীষ্মে রোনালদোর নিজের শহর মাদেইরাতে খ্রিস্টীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ে করবেন। ২০২৬ বিশ্বকাপের পরে ফাঞ্চাল ক্যাথেড্রালে বিয়েটি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে একটি বিলাসবহুল হোটেলে অভ্যর্থনা আয়োজন করা হবে।
হোটেলটি রোনালদোর জন্য একটি বিশেষ অর্থ বহন করে, কারণ এটি তার জন্মস্থানের হাসপাতাল থেকে মাত্র ১.৫ মাইল দূরে এবং ন্যাসিওনাল দা মাদেইরার মাঠ থেকে মাত্র তিন মাইল দূরে অবস্থিত। এই দলটিতে তিনি যৌবনে খেলেছেন।
২০১৬ সালে স্পেনে গুচি ব্র্যান্ডের শোরুমে রোনালদোর সাথে জর্জিনার পরিচয় এবং ২০১৭ সালে প্রথম তাদের প্রেমের গল্প সামনে আসে। জর্জিনার কোলজুড়ে পরে রোনালদোর সন্তান জন্ম নেয়। পাশাপাশি পর্তুগিজ মহাতারকার অন্য সন্তানদের দেখভালের দায়িত্বও সামলেছেন তিনি। অবশেষে আগস্টে রোনালদো তাকে প্রস্তাব দিয়েছেন এবং আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেছেন।
জর্জিনার আঙুলে পরা হীরার আংটির ছবি দিয়েছেন, ছবিতে দেখা যাচ্ছে তার হাতের সাথে আরেকটি হাত। শিরোনামে লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি, এখন এবং সারাজীবনের জন্য।’ পোস্টে জর্জিনা সৌদি আরবের রিয়াদে অবস্থান চিহ্নিত করেছেন, যেটি আল-নাসের ক্লাবের শহর।
পিয়ার্স মরগানের সাক্ষাৎকারে রোনালদো দাবি করেছেন, তিনি সাধারণত খুব একটা রোমান্টিক ব্যক্তি নন। ৪০ বর্ষী এই খেলোয়াড় প্রস্তাবের পুরো ব্যপারটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘তখন প্রায় রাত ১টার মতো। আমার মেয়েরা বিছানায় ঘুমাচ্ছিল। তার আগেই আমার এক বন্ধু আমাকে জিওকে (জর্জিনা) আংটি দেওয়ার জন্য দিয়েছিল। আমি যখন রাতে জিওকে আংটিটি দিচ্ছিলাম, তখন আমার দুই বাচ্চা এসে পরে আর আমাকে বলে যে, বাবা তুমি মাকে আংটিটি দেবে এবং তুমি তাকে বিয়ে করতে বলবে?’
‘বাচ্চাদের বললাম, হ্যাঁ। আমি জানতাম যে আমি একদিন এটা করব কিন্তু আমি এটা করার জন্য তখনও প্রস্তুত ছিলাম না। যেহেতু আমার মেয়েরা সাহস দিয়েছে এবং আমার বন্ধুরা ছবি তুলছিল, তাই আমি আংটিটি প্রস্তাব করেছিলাম। আমি এক হাঁটুতে উঠে যাইনি কারণ আমি প্রস্তুত ছিলাম না সেভাবে। কিন্তু এটি একটি সুন্দর মুহূর্ত ছিল ‘
‘এটা সহজ ছিল, আমি রোমান্টিক ছেলে নই। আমি সেই ধরণের ছেলেও নই যে প্রতি সপ্তাহে বাড়িতে ফুল নিয়ে আসে। কিন্তু আমি আমার দিক থেকে রোমান্টিক। এটি সুন্দর ছিল এবং আমি জানতাম যে, এটি আমার জীবনের নারী।’
এসএস/টিএ