ছোটপর্দা, বড় পর্দা থেকে ওটিটি-অভিনয়ের প্রতিটি মাধ্যমেই সহজেই নিজের দক্ষতার ছাপ রেখেছিলেন অভিনেত্রী তুলিকা বসু। তবু ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিক শেষ হওয়ার পর আচমকাই কাজের অভাব দেখা দেয় তাঁর জীবনে। বহু জায়গায় যোগাযোগ করেও কাঙ্ক্ষিত সুযোগ মেলেনি। সবাই একই কথা বলেছে-
পারিশ্রমিক নাকি তাঁর মতো করে দেওয়া সম্ভব নয়!
কঠিন এই সময়ে অভিনয় থেকে দূরে সরে না গিয়ে, বরং নিজেকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তুলিকা। আর সেই পথ ধরেই তিনি এবার যাত্রার মঞ্চে অভিনয় শুরু করেছেন। নতুন মাধ্যম, নতুন অভিজ্ঞতা-তবুও নিজের শিল্পে ফিরতে পেরে খুশি অভিনেত্রী।
তবে নিজের পাশাপাশি ছেলের ভবিষ্যৎ নিয়েও গভীর দুশ্চিন্তা রয়েছে তাঁর। ক্যামেরার পেছনের কাজ এবং লেখালেখি নিয়ে পড়াশোনা করেছে তুলিকার ছেলে। কিন্তু ইন্ডাস্ট্রির বর্তমান অনিশ্চয়তা দেখে তুলিকার আশঙ্কা আরও বেড়েছে। তাঁর কথায়-
“আমিই এতদিন এই ইন্ডাস্ট্রিতে কাজ করে এই অবস্থা, ওর যে কতটা কি করতে পারবে, ভগবান জানেন। ছেলে আমাকে সান্ত্বনা দেয়… বলে যে এখন সময়টা খারাপ, একদিন ঠিক ভালো হবে। কিন্তু ও তো বোঝে না, কিছু কিছু অভ্যন্তরীণ বিষয় যেগুলো আমি জানি।”
সব মিলিয়ে তুলিকা বসুর জীবনের এই অধ্যায় যেমন কঠিন, তেমনই নতুন শুরুর সম্ভাবনায় ভরপুর। ধারাবাহিক থেকে যাত্রার মঞ্চে আসা সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু আজ তিনি সেই অভিজ্ঞতাকে উপভোগ করছেন মন খুলে।
আর সুখবর-খুব শিগগিরই তিনি আবার বড় পর্দায় ফিরছেন ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির মাধ্যমে।
টিজে/টিএ