এবার বাংলাদেশ ফুটবল দলের তারকা ফুটবলার হামজা চৌধুরীর প্রশংসায় মেতেছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা ও বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান।
হামজাকে নিয়ে তিনি গণমাধ্যমকে বলেছেন, আমাদের দেশে যেমন ফ্যামিলিতে মুরব্বি থাকে না, সবার বিপদ আপদে সে সামনে দাঁড়িয়ে থাকে; ওরকম হামজা এখন সবার বিপদে আপদে আছে সব পজিশনে।
তিনি আরও বলেন, এরকম খেলোয়াড় পাওয়া ভাগ্যের। আমরা মনে করি, আমরা সত্যিই অনেক ভাগ্যবান, এমন একটা খেলোয়াড় পেয়েছি।
হামজার সম্পর্কে বলতে গিয়ে মুগ্ধ আমিন খান বলছিলেন, (হামিজা) অনেক বেশি আন্তরিক। কখনো অনুভব হয়নি সে বিদেশে থাকে বা বিদেশি খেলোয়াড়। মনে হয়েছে বাংলাদেশি খেলোয়াড়। আর অনেক নম্র। অনেক মিশুক।
এমআর