২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত করা হয়েছে রোহিত শর্মাকে। বিশেষ এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত গত আসরে ভারতের শিরোপা জয়ী অধিনায়ক।
মুম্বাইয়ে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপের গ্রুপিং ও সূচি প্রকাশ করা হয়। সেখানেই রোহিতকে আসছে আসরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়।
২০২৪ সালে ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথে চমৎকার নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে বড় অবদান রাখেন রোহিত। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের অনুষ্ঠিত আসরে দলের সর্বোচ্চ ২৫৭ রান করেন তিনি ১৫৬.৭০ স্ট্রাইক রেটে।
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন রোহিত। এই সংস্করণে দেশের হয়ে ৩২ গড় ও ১৪০.৮৯ স্ট্রাইক রেটে ৪ হাজার ২৩১ রান করেন তিনি।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে শিরোপা জেতে ভারত। ওই আসর দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় রোহিতের।
ভারতে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। ১০ বছর পর আবারও দেশের মাটিতে বিশ্বকাপ ফিরতে দেখে খুব ভালো লাগছে রোহিতের।
“সব ক্রিকেটারকে শুভকামনা জানাই। আশা করি তারা স্মরণীয় সময় কাটাবে, ভারতের আতিথেয়তা উপভোগ করবে এবং অনেক স্মৃতি নিয়ে ফিরবে।”
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।
এমআর