তামান্না ভাটিয়া যেন এখন থামার সময়ই পাচ্ছেন না। দক্ষিণ থেকে বলিউড—সব জায়গায়ই তিনি ব্যস্ত সময় পার করছেন গান, সিনেমা, অতিথি চরিত্র আর বিভিন্ন প্রকল্পে। সেই ধারার বাইরে না গিয়ে এবার আবারও ফিরে এলেন নতুন প্রস্তুতিতে। অজয় দেবগনের সঙ্গে তার তৃতীয় সহযোগিতায় তৈরি হচ্ছে রেঞ্জার নামের একটি রোমাঞ্চধর্মী ছবি।
পরিচালনায় জাগন শক্তি। গল্পে অজয়কে দেখা যাবে বন কর্মকর্তা রূপে, বিপজ্জনক জঙ্গলে বিভিন্ন সংকটের মুখোমুখি হওয়া এক মানুষ। সেই দুরূহ যাত্রায় তামান্না থাকছেন এক ভিন্ন চরিত্রে। তাকে এবার দেখা যাবে কঠোর, দৃঢ় ইচ্ছাশক্তির এক নারীর ভূমিকায়, যার লক্ষ্য স্পষ্ট এবং যার পথে কোনো সাজসজ্জা বা গ্ল্যামারের অংশ নেই। পুরোটা জুড়ে রয়েছে শুধু বাঁচার লড়াই আর বিপদের মুখোমুখি দাঁড়ানোর সাহস।
হিম্মতওয়ালা আর রেইড টুর পর এই জুটি ফের একসঙ্গে হাজির হচ্ছে বড় পর্দায়। তাদের পুনর্মিলন ঘিরে ইতিমধ্যেই নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানালেও ভক্তদের প্রত্যাশা বাড়ছে প্রতিদিন। শোনা যাচ্ছে, খুব শিগগিরই প্রকাশ পাবে ছবিটির প্রথম ঝলক।
রেঞ্জার মুক্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের চার ডিসেম্বর। সব মিলিয়ে তামান্না ভাটিয়ার বর্তমান সময়টা যেন দৌড়ের মতো। কাজের গতি এতটাই প্রবল যে প্রতিটি উপস্থিতিই তাকে নতুন আলোচনায় তোলার জন্য যথেষ্ট।
এসএন