নুসরাত জাহানের করা মন্তব্য সামাজিক ও বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তিনি খোলাসা করেছেন, কখনও কখনও মানুষ সত্যিকারের তথ্য না জেনে সমালোচনা শুরু করে দেয়, এমনকি এমন ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত নয়, তাঁদেরকেও বিষয়টির সঙ্গে জড়িয়ে দেয়।
নুসরাত বলেন, “অচেনা মানুষের দল আমার ছবির তলায় বাজে মন্তব্য লিখে দিয়ে যাচ্ছে। আমরা প্রকাশ্যে বলি, এগুলো কিছুই প্রভাব ফেলে না। কিন্তু আমিও তো রক্তমাংসের মানুষ। কষ্ট হয়। জানেন, আমি খুব আবেগপ্রবণ। একা বসে কত যে কেঁদেছি সেখান থেকে আবার নিজেকেই বেরিয়ে আসতে হয়েছে।”
বাংলাদেশ ও ভারতীয় চলচ্চিত্রপ্রেমীরা ভালোভাবেই জানেন, নুসরাত জাহান সবসময়ই নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সমন্বয় রেখেছেন। এই কঠিন সময়ও তিনি নিজের মনের দৃঢ়তা ও ধৈর্যের সঙ্গে সামলেছেন। নিজের আবেগের সঙ্গে লড়াই করে নতুন দৃষ্টিভঙ্গি ও শক্তি নিয়ে এগিয়ে চলা নুসরাতকে আরও প্রফেশনাল এবং সমৃদ্ধশালী করে তুলেছে।
নুসরাতের মতে, কাজ এবং পরিবারই তার জীবনের মূল কেন্দ্রবিন্দু। মিডিয়া বা গসিপের চাপে পড়ে নিজের মনোবল হারানো নয়, বরং সব সমস্যার মধ্য দিয়েই নিজেকে পুনর্গঠন করে এগিয়ে চলাই সত্যিকারের শক্তি।
আরপি/এসএন