অবশেষে সেই অপেক্ষার শেষ। খোসলা কা ঘোসলা টু সামনে আসছে আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে, আর এক ঝলকেই বোঝা যাচ্ছে—পুরোনো নস্টালজিয়া এবার নতুন রঙে ফিরে আসছে। প্রায় দুই দশক আগে ভারতীয় মধ্যবিত্ত সমাজের হাসি-কান্না আর চাতুর্যের গল্প বলেছিল যে ছবিটি, এবার তার সিক্যুয়েল ফুটিয়ে তুলতে দায়িত্ব নিলেন প্রশান্ত ভাগিয়া। দিবাকর ব্যানার্জির আসন থেকে তিনি যে ভিন্ন দৃষ্টিভঙ্গি আনবেন, তা নিয়েই শুরু হয়েছে আলোচনার ঢেউ।
রুমি কি শরাফত খ্যাত ভাগিয়া এইবার গল্পে যোগ করছেন আধুনিক কৌতুকবোধ, নতুন প্রজন্মের বাস্তবতা আর বর্তমান সমাজের টানাপোড়েন। সেই সঙ্গে আগের পরিচিত শক্তিশালী দলকে ধরে রেখেছেন নির্মাতারা। অনুপম খের, বোমান ইরানি, পারভিন দাবাস এবং রণবীর শৌরি—সবাই ফিরে আসছেন তাদের জমাটি চরিত্রে। তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তানিয়া মানিকতলা, যার উপস্থিতি পুরো ছবিতে এক নতুন প্রাণ দেবে বলে আশা করা হচ্ছে।
অনুপম খের জানালেন, কমল কিশোর খোসলার ভূমিকায় ফিরতে তিনি ভীষণ উচ্ছ্বসিত। দীর্ঘদিন পরে আবার সেই চরিত্রে প্রাণ ঢালার সুযোগ তাকে দারুণ আনন্দ দিয়েছে। ডিসেম্বর দুই হাজার পঁচিশে শুটিং শুরু হবে, আর সে খবরেই ভক্তদের আগ্রহ আরও বেড়ে গেছে।
জমি দখল, প্রতারণা, মধ্যবিত্তের বুদ্ধি আর হাস্যরস—এই সমন্বয়েই প্রথম ছবিটি পেয়েছিল কাল্ট মর্যাদা। সময় বদলে গেছে, সমাজের গল্পও নতুনভাবে লেখা হচ্ছে। তবু খোসলা পরিবারের বিশৃঙ্খলা আর হাসির সেই ধারা এখনও দর্শকের অমলিন স্মৃতি।
সব মিলিয়ে অনেকটা সময় পরে ঘোসলা পরিবার আবার ফিরে আসছে নিজেদের বিশৃঙ্খলা, উচ্ছ্বাস আর তীক্ষ্ণ ব্যঙ্গ নিয়ে। আর দর্শকেরা অপেক্ষায়—এই ফিরে আসা এবার কী নতুন দুনিয়া দেখাবে তাদের।