বলিউড কিং শাহরুখ খান সম্প্রতি নিজের একটি আন্তরিক মুহূর্ত শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর মূল উদ্দেশ্য ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করা ছিল মা’র জন্য। তিনি চাইতেন, মায়ের কাছে প্রমাণ করতে, “দেখো মা, তোমার ছেলে দেবদাস হয়েছে।”
এই আবেগঘন মুহূর্তের মাধ্যমে শাহরুখের প্রফেশনাল কাজ এবং পারিবারিক ভালোবাসার সংমিশ্রণ ফুটে ওঠে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল চরিত্রে অভিনয় করেছেন তিনি, কিন্তু এই স্মৃতিটি ব্যক্তিগতভাবে তাঁর কাছে বিশেষভাবে প্রিয়।
নায়ক হিসেবে তাঁর প্রতিভা যেমন অনন্য, তেমনি মায়ের প্রতি তাঁর আবেগও দর্শক ও ভক্তদের হৃদয় স্পর্শ করেছে।
এমকে/এসএন