সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্র কাঠামোর ভেতরেই বৈষম্যের শিকড় আটকে আছে এমন মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানে 'শঙ্কা মুক্ত ভবিষ্যত বিনির্মাণে সামাজিক রীতি-নীতি ও ক্ষমতার বৈষম্যের চ্যালেঞ্জ' শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নারীদের অধিকার, সুরক্ষা ও সামাজিক মর্যাদার বিষয়ে ক্ষমতায় আসার আগে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতার আওতায় আসতে হবে৷ প্রতিশ্রুতি দিতে হবে।
শুধু শহর পর্যায়ে নয়, জেন্ডারভিত্তিক সুরক্ষার ব্যবস্থা প্রান্তিকপর্যায়ে পৌঁছানোর পাশাপাশি দিনরাত ২৪ ঘণ্টা সাইবার স্পেসে সহিসংসতা রোধে মনিটরিং বাড়ানোর পরামর্শ দেন তিনি।
জেন্ডার-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী কর্মসূচি উপলক্ষে আয়োজিত এ জাতীয় সংলাপে অংশ নেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা এবং দেশি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা৷
ইউটি/টিএ