ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির নতুন ছবি ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ ঘিরে যেন আলোচনা থামছেই না। প্রযোজকের পালাবদলের খবর শোনা গিয়েছিল আগেই, এবার আরও বড় চমক। নায়িকার আসনেও ঘটেছে নাটকীয় পরিবর্তন। প্রথমবার বড়পর্দায় সৃজিতের ক্যামেরার সামনে আসতে চলেছিলেন মিমি চক্রবর্তী। কিন্তু শুটিংয়ের আগেই চিত্রনাট্যের ভাঁজে, প্রযোজনা বোর্ডরুমে জমাট বাঁধা দ্বন্দ্বে বদলে গেল বেশকিছু মুখ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রথমে ঘোষণা এসেছিল, সৃজিতের ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সোহিনী সরকার, আবীর চট্টোপাধ্যায় এবং টোটা রায় চৌধুরীকে। কিন্তু নতুন প্রযোজনা সংস্থা যুক্ত হওয়ার পরে বেশকিছু মুখ বদলেছে। যেমন সোহিনী সরকারের পরিবর্তে মিমি, রুদ্রনীল ঘোষের পরিবর্তে দেখা যাবে মঞ্চাভিনেতা বুদ্ধদেব দাসকে। সত্যম ভট্টাচার্যের পরিবর্তে অভিনয় করবেন ঋক চট্টোপাধ্যায়। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ছবির প্রথম পোস্টার। কিন্তু কেন এত বদল? এ বিষয়ে সৃজিত জানান, সোহিনীর পরিবর্তে মিমি আসার সিদ্ধান্ত কেন, তার সঠিক উত্তর দিতে পারবেন প্রযোজক।
ছবির অভিনেতা, অভিনেত্রী বাছাইয়ের ক্ষেত্রে পরিচালকের সিদ্ধান্তই কি তা হলে সব নয়? এমন প্রশ্নের জবাবে সৃজিতের বলেন, ‘অনেক ক্ষেত্রে তা হয় না। আসলে অভিনেতাদের বাছাইয়ের ক্ষেত্রে তো অনেক বিষয় জড়িয়ে থাকে।’
এদিকে প্রযোজক প্রদীপ কুমার নন্দীর বলেন, ‘প্রথমত সৃজিতদার সঙ্গে কাজ করছি। খুবই খুশি আমরা। আর আগে কি ঠিক হয়েছিল, সেটা আমাদের সেভাবে জানা ছিল না। নতুন করে সবটা সাজানোর পরিকল্পনা করি আমরা। আর মিমি চক্রবর্তীও অসাধারণ অভিনেত্রী। তাই বলে সোহিনী ভালো নয় বলছি না। কারণ, ওর সঙ্গে আমরা সম্প্রতি একটি কাজ করলাম।’
তবে বাকিদের ক্ষেত্রে সম্পূর্ণ সিদ্ধান্ত পরিচালকের। সৃজিত বলেন, ‘রুদ্রনীল আর আমি দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি ওই চরিত্রে বুদ্ধদেব দাসকেই মানাবে। আর কাকাবাবুর জন্য সত্যম অনেকটা ওজন বাড়িয়েছে। এদিকে এই ছবির চরিত্রের জন্যও নির্দিষ্ট কিছু চাহিদা আছে। তাই ঋককে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
জানা যায়, সব ঠিক থাকলে ২০২৬ সালের জানুয়ারি থেকে সিনেমার শুটিং শুরু করবেন পরিচালক।
এমকে/এসএন