বলিউডের দুনিয়ায় আবারো এক রেকর্ড গড়ার প্রস্তুতি। সালমান খানের পরবর্তী দেশপ্রেমিক অ্যাকশন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ জিও স্টুডিওস কিনে নিয়েছে অসাধারণ ৩২৫ কোটি টাকায়। এই চুক্তি কেবল সিনেমার থিয়েট্রিকাল প্রেক্ষাপটের জন্য নয়, বরং ডিজিটাল, স্যাটেলাইট এবং মিউজিক রাইটস-সহ সব ধরনের অধিকার অন্তর্ভুক্ত করছে। বলিউড ইতিহাসে এমন প্রাক-প্রকাশের চুক্তি খুবই বিরল।
জিও স্টুডিওসের এই বিশাল বিনিয়োগ স্পষ্ট করছে, তারা ছবির ব্লকবাস্টার সম্ভাবনায় সম্পূর্ণ আস্থা রাখে। প্রতিষ্ঠানটি ছবির মুক্তি, বিপণন এবং আয়ের সব দিক নিয়ন্ত্রণ করতে চায়। এর ফলে ‘ব্যাটল অব গালওয়ান’ কেবল সালমান খানের নয়, সমগ্র ভারতের দর্শকের জন্য এক বিশেষ দেশপ্রেমিক উৎসব হিসেবে দর্শককে অভিভূত করবে।
বলিউডে এই ধরনের ‘অল-রাইটস’ ক্রয় সাধারণত শুধুমাত্র mega-star চরিত্রের ছবির জন্যই হয়। সালমান খানের ফেস্টিভ সিজনের ছবিগুলো প্রায়শই বিপুল ব্যবসা আনে, এবং এবার ‘ব্যাটল অব গালওয়ান’কে ২০২৬ সালের সবচেয়ে বড় সিনেমাটিক ইভেন্ট হিসেবে আশা করা হচ্ছে।
শিল্পীরা, প্রযোজকরা এবং চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তি শুধু ব্যবসার দিক নয়, সিনেমার প্রভাব ও দেশের দর্শকদের মধ্যে দেশপ্রেম জাগানোর দিক থেকেও নজিরবিহীন।
কেএন/এসএন