যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সক্রিয় কথিত ‘মাদক পাচারচক্রের’ বিরুদ্ধে শিগগিরই নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘কৃতজ্ঞতাজ্ঞাপন’ উপলক্ষে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘স্থল অভিযান খুব শিগগিরই শুরু হবে।’
ট্রাম্প বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার মাদক কারবারিদের ঠেকাতে মার্কিন বাহিনী কাজ করছে। সমুদ্রপথে মাদক আসা কমে গেলেও এখন স্থলপথে পাচার বন্ধের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, “আমরা তাদের সতর্ক করছি আমাদের দেশে বিষ পাঠানো বন্ধ করো।”
মাসজুড়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের পর ট্রাম্পের এ মন্তব্য ভেনেজুয়েলায় সম্ভাব্য নতুন উদ্যোগের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের মত।
এর আগে ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার ঘনিষ্ঠদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’-এর সদস্য হিসেবে চিহ্নিত করেছেন।
‘কার্টেল দে লস সোলেস’ নামের যে গোষ্ঠীকে এই তালিকাভুক্ত করা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো সংগঠিত চক্র নয়; বরং ভেনিজুয়েলার সরকারের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বোঝাতে ব্যবহৃত একটি শব্দ। এই ঘোষণা অনুযায়ী, মাদুরো সরকারের সম্পদে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা যাবে, তবে এতে সরাসরি সামরিক হামলার অনুমোদন নেই।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্যানুসারে, ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামে অভিযানের অংশ হিসেবে এখন অঞ্চলে ১৫ হাজারের বেশি মার্কিন সেনা এবং এক ডজনেরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। মাদকবাহী নৌকা লক্ষ্য করে আগের হামলাগুলোতে ৮০ জনের বেশি নিহত হয়েছে বলেও জানা গেছে।
তবে মার্কিন প্রশাসন আগে কংগ্রেসকে জানায়, ভেনেজুয়েলার ভেতরে স্থল হামলার কোনো পরিকল্পনা নেই এবং বর্তমানে এমন কোনো আইনি ভিত্তিও নেই যা স্থল লক্ষ্যবস্তুতে হামলার অনুমতি দেয়। বিচার বিভাগ কংগ্রেসকে জানিয়েছে, সমুদ্রে মাদকবাহী নৌকায় হামলার যে আইনি মতামত দেওয়া হয়েছে, তা ভেনেজুয়েলার ভেতরে হামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
যদিও ভবিষ্যতে কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে, তা একেবারে উড়িয়ে দেয়নি প্রশাসন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন পুরো অভিযান জুড়ে কংগ্রেসকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করছে। বিচার বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, কথিত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালাতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয় না এবং বহু বছর আগে প্রণীত যুদ্ধক্ষমতা আইন এ ক্ষেত্রে প্রশাসনকে বাধ্য করে না।
এমকে/এসএন